২০০৯ সালের ঘটনা। সেই সময় মুম্বই ইন্ডিয়ান্স থেকে ট্রান্সফার নিয়ে আরসিবিতে আসার কথা ছিল উথাপ্পার। উথাপ্পা জানিয়েছেন, তিনি মোটেই আরসিবিতে আসতে চাইছিলেন না। তাই ট্রান্সফার নথিতে সই করার জন্য সময় নিচ্ছিলেন। সেই সময়েই মুম্বই ইন্ডিয়ান্সের একজন তাঁকে রীতিমতো শাসিয়ে যান।
"আমি নাম বলব না, তবে মুম্বই ইন্ডিয়ান্সের একজন আমাকে বলেন, 'শোনো, তুমি যদি এই ট্রান্সফার পেপারে সই না করো, তাহলে কোনওদিন মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে খেলার সুযোগ পাবে না। ভালোয় ভালোয় সই করে আরসিবিতে চলে যাও। শেষমেশ আমি সই করে দিই।" বলেছেন তারকা ব্যাটসম্যান।
ফ্র্যাঞ্চাইজিতে খেলার সময় কীভাবে ব্যক্তিগত সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, সেই বিষয়েও জানিয়েছেন তিনি। অশ্বিনকে জানিয়েছেন, "আইপিএলে জাহির খান, মনীশ পান্ডেদের মত আমি একদম প্রথম দিকের ক্রিকেটার, যাঁদের অন্য ফ্র্যাঞ্চাইজিতে ট্রান্সফার নিতে হয়েছিল। এটা বেশ কঠিন ছিল। কারণ আমার আনুগত্য পুরোটাই মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে ছিল। কোনওভাবেই দল ছাড়তে চাইছিলাম না। ২০০৯ আইপিএলের একমাস আগে এরকম ঘটনা ঘটেছিল।"
"সেই সময় ব্যক্তিগত স্তরেও অনেক ঝড় ঝঞ্ঝার মোকাবিলা করতে হচ্ছিল। সেটা আমাকে মানসিকভাবে আরও কাবু করে দেয়। আরসিবিতে থাকার সময় অবসাদগ্রস্ত হয়ে পড়ি। সেই মরশুমে একটাও ম্যাচে ভালো খেলতে পারছিলাম না। একমাত্র মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ভাল খেলেছিলাম। 'এই ম্যাচে কিছু একটা করতেই হবে। ভালো খেলতেই হবে।' এমন ভাবনা চিন্তা করে নেমেছিলাম।" বলেন উথাপ্পা।