চলতি আইপিএল অর্জুন তেন্ডুলকরের জন্য হতাশার হয়ে থাকল। মুম্বই ইন্ডিয়ান্স বিশ্রী ফর্মে থাকলেও একটা ম্যাচেও সুযোগ জুটল না জুনিয়র তেন্ডুলকরের।
শেষ চার ম্যাচ বাকি থাকতেই মুম্বইয়ের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ভাবা হয়েছিল শেষের কয়েকটি ম্যাচে হয়ত দেখে নেওয়া হবে অর্জুনকে। তবে শেষ ম্যাচেও সাইডলাইনে বসে থাকতে হয় তাঁকে।
অর্জুনের বিখ্যাত পিতা শচীন জানিয়েছেন, পুত্রের প্রতি তাঁর পরামর্শ ছিল, পথ সবসময় বন্ধুর হবে। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করবে। সেইসঙ্গে তিনি আরও উপদেশ দিয়েছেন, মাঠের বাইরে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। ফলাফল ঠিক সময়ে আসবে।
আরও পড়ুন: জঘন্যতম পারফরম্যান্স! এই তিন তারকাকে নিলামের আগেই ছাঁটাইয়ের পথে হাঁটছে KKR
ইউটিউব চ্যানেল 'সচ ইন সাইট'-এ শচীন জানাচ্ছেন, "আমি কী ভাবছি বা অনুভব করছি, সেটা মোটেই গুরুত্বপূর্ণ নয়। কারণ মরশুম শেষ। অর্জুনকে বহুবার বলেছি, রাস্তায় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। খুব কঠিন সময় অপেক্ষা করছে। তুমি ক্রিকেট খেলা শুরু করেছ, কারণ তুমি এই খেলাকে ভালবাস। এভাবেই ভালবেসে যাও, কঠোর পরিশ্রম চালিয়ে যাও। ফলাফল সময়ে আসবে।"
শচীন বহুদিন ধরেই মুম্বইয়ের মেন্টর হিসাবে যুক্ত রয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন দলের সঙ্গে। ২০১৩-য় অবসরের পরেই শচীনকে মেন্টর হিসাবে নিযুক্ত করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও লিটল মাস্টার জানিয়েছেন, দল নির্বাচনে তাঁর কোনও ভূমিকা নেই। এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে বিনিয়োগকারী নয়, অন্য ভূমিকায় Man U! IPL-এর মঞ্চে বিরাট আপডেট সৌরভের
"কোনওভাবেই দল নির্বাচনের সঙ্গে নিজেকে যুক্ত করি না। পুরোটাই টিম ম্যানেজমেন্টের দায়িত্ব। কারণ এভাবেই বরাবর দল পরিচালনা করতে চেয়েছি।" বলেছেন তিনি।
২০২১-এর আইপিএলে নিলামে অর্জুনকে ২০ লক্ষ টাকায় কেনে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২২-এর নিলামেও ৩০ লক্ষ টাকা খরচ করে মুম্বই কেনে শচীন পুত্রকে। এখনও পর্যন্ত মুম্বই রাজ্য দলের হয়ে অর্জুন সিনিয়রদের ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুটো ম্যাচ খেলেছেন। তবে মুম্বইয়ের রঞ্জি দলে সুযোগ পাননি তিনি।
আইপিএলের ইতিহাসে এবারই মুম্বই নিজেদের নিকৃষ্টতম পারফরম্যান্স মেলে ধরেছে। লিগের ইতিহাসে এই প্ৰথমবার মুম্বই একদম শেষ স্থানে গ্রুপ পর্ব ফিনিশ করেছে। পাঁচবারের চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে মাত্র চারটে ম্যাচে জয় পেয়েছে।