/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/KKR.jpeg)
পরপর হার হজম করতে হয়েছে। লিগ তালিকায় অনেকটাই নিচের দিকে নেমে যেতে হয়েছে নাইট রাইডার্সকে। এমন অবস্থায় জয়ের খোঁজে তিনটে বদল ঘটিয়ে কেকেআর খেলতে নামল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। বাদ পড়লেন ফিঞ্চ, প্যাট কামিন্স এবং শেলডন জ্যাকসন। বদলে দলে এলেন স্যাম বিলিংস, টিম সাউদি এবং রিঙ্কু সিং।
ফিঞ্চ রাজস্থান রয়্যালস ম্যাচেই ঝোড়ো হাফসেঞ্চুরি করে দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তবে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে শেলডন জ্যাকসন একদমই ব্যর্থ। জ্যাকসনের জায়গায় স্যাম বিলিংসকে ফেরাতে গিয়ে কম্বিনেশনের ফাঁদে বাইরে বসতে হচ্ছে ফিঞ্চকে।
আরও পড়ুন: একই ছাদের তলায় দুই স্ত্রী-র সঙ্গে বাস! অরুণ লালের দ্বিতীয় বিয়েতে কী বলছে আইন
এদিকে, বল হাতে শোচনীয়ভাবে ব্যর্থ প্যাট কামিন্স। দলকে ভরসা জোগাতে পারছেন না। তাঁর জায়গায় দলে ফেরানো হল টিম সাউদিকে। সঙ্গে থাকলেন রিঙ্কু সিং-ও।
A look at the Playing XIs 🔽
Follow the match ▶️ https://t.co/GO9KvGCXfW#TATAIPL | #KKRvGTpic.twitter.com/LwdlVKo75K— IndianPremierLeague (@IPL) April 23, 2022
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন গুজরাট ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। আগের ম্যাচে তিনি খেলতে পারেননি। এদিন হার্দিক ফিরতেই বাইরে বসতে হচ্ছে বিজয় শঙ্করকে। দিনে খেলা তাই গরমের দুপুরে প্ৰথমে ব্যাটিং করে সন্ধেয় তরতাজা হয়ে মাঠে নামবেন, এমন প্ল্যানিং কষেই প্ৰথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। এমনটাই জানালেন ক্যাপ্টেন হার্দিক। নাইট নেতা শ্রেয়স আইয়ার জানালেন, টসে জিতলে তিনিও শুরুতে ব্যাটিং নিতেন।
কেকেআর প্ৰথম একাদশ: স্যাম বিলিংস, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, শিভম মাভি, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং