scorecardresearch

খুব বেশি কাটাছেঁড়ায় দল ক্ষতিগ্রস্ত! টানা পাঁচ হারের পরেই বিস্ফোরণ ক্যাপ্টেন শ্রেয়সের

দিল্লি ক্যাপিটালসের কাছে চার উইকেটে হারের পরে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার পরপর হারের কারণ নিয়ে মুখ খুললেন।

খুব বেশি কাটাছেঁড়ায় দল ক্ষতিগ্রস্ত! টানা পাঁচ হারের পরেই বিস্ফোরণ ক্যাপ্টেন শ্রেয়সের

বৃহস্পতিবার পঞ্চম হার হজম করল কেকেআর। দিল্লি ক্যাপিটালসের কাছে চার উইকেটে হারতে হল নাইটদের। আর হারে কার্যত শেষ প্লে অফ স্বপ্ন। শেষ চারে জায়গা করতে হলে নাইটদের আপাতত বাকি সমস্ত ম্যাচে জিততে হবে।

নাইটদের টানা ব্যর্থতায় একের পর এক কারণ উঠে আসছে। এর মধ্যেই অন্যতম দলে কোনও স্থিতবস্থা না রেখে প্রত্যেক ম্যাচেই ক্রমাগত অদল বদল। আর ম্যাচের পরে দলের হারের আসল কারণ খোলসা করতে গিয়ে শ্রেয়স আইয়ারও স্বীকার করে নিলেন এই ঘটনা।

শ্রেয়স জানিয়েছেন, “আমাদের শুরুটা খুব স্লো হয়েছিল। শুরুতেই কয়েকটা উইকেট হারাতে হয়। বল পড়ে একটু ধীরগতিতে আসছিল ব্যাটে। তবে আমরা মোটেও ভালো স্কোর খাড়া করতে পারিনি। কোনও অজুহাত নয়, আমাদের নিজেদের ভুল ত্রুটিগুলো আরও ভালোভাবে দেখতে হবে।”

আরও পড়ুন: KKR ম্যাচে কুলদীপকে পুরো ৪ ওভার-ও বোলিং নয়! আজব ব্যাখ্যা দিলেন পন্থ

“টপ অর্ডারে প্রত্যেক ম্যাচই পরিবর্তন আনা হচ্ছে। সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে পড়ছে। তাছাড়া চোট আঘাতেও সমস্যা লেগে রয়েছে। তবে আমাদের একসঙ্গে থাকতে হবে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। ব্যাট হাতে রক্ষণাত্মক হওয়া মোটেই চলবে না। এখনও পাঁচ ম্যাচ বাকি। নিজেদের প্ৰতি বিশ্বাস রেখে, অতীতের কথা ভুলে দল এবং টিম ম্যানেজমেন্টকে কিছু ফিরিয়ে দিতে হবে। নতুন করে আমাদের সবকিছু শুরু করতে হবে। কোথায় ভুল হচ্ছে সেটা নিয়ে আমাদের আরও ভাবনা-চিন্তা করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া চলবে না। নিজেদের সেরাটা দেওয়ার পরও যদি হারতে হয়, তাহলে ঠিক আছে!”

আরও পড়ুন: জঘন্য ফর্মে কেকেআর! নাইটদের জন্য আগে ক্ষমাও চেয়েছিলেন শাহরুখ

কেকেআরের একমাত্র পজিটিভ পেসার উমেশ যাদবের ফর্ম। লিগের সেরা উইকেটশিকারীদের দৌড়ে রয়েছেন নাইট পেসার। ক্যাপ্টেন আইয়ার তাই বিশেষ প্রশংসা বরাদ্দ রাখলেন উমেশের জন্য। শ্রেয়স বলছেন, “উমেশ উইকেট নিয়ে শুরুটা করেছিল। তবে সেই ওভারে ১১ রান খরচ করে বসে। সেখানেই খেলার মোমেন্টাম বদলে যায়। তবে ও চলতি মরশুমে অনেক ভালো মুহূর্ত এনে দিয়েছে আমাদের। দুরন্ত খেলছে ও।”

৯ ম্যাচে ৬ নম্বর হার নিয়ে কেকেআর আপাতত পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে, মুম্বই এবং চেন্নাইয়ের ঠিক ওপরে। অঙ্কের বিচারে এখনও কেকেআরের প্লে অফের সম্ভবনা রয়েছে। তবে বাকি পাঁচটি ম্যাচের সবকটিতে জিততে হবে কেকেআরকে। যা এই মুহূর্তে যথেষ্ট কঠিন।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 shreyas iyer on kkrs successive defeats in ongoing season