আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্স শেষ পর্যন্ত শিরোপা জিতেছে। গোটা টুর্নামেন্ট জুড়েই অনন্য ধারাবাহিকতা দেখিয়ে হার্দিকের গুজরাট চ্যাম্পিয়ন হয়েছে। হার মাত্র চারটি ম্যাচে। ঘরের মাঠে প্ৰথমবার আবির্ভাবেই চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। একলাখি দর্শকে ভর্তি স্টেডিয়ামে গুজরাট টুর্নামেন্টের ইতিহাসে সাত নম্বর পৃথক দল হিসেবে চ্যাম্পিয়ন গুজরাট।
আর গুজরাটের দুর্ধর্ষ ট্রফি জয়ের অন্যতম নেপথ্য নায়ক শুভমান গিল। ফাইনালে কঠিন সময়ে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের সীমানায় পৌঁছে দিয়েছেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে। ১৮তম ওভারের প্ৰথম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করেছেন ২২ বছরের তারকা। ৪৩ বলে ৪৫ করে তিনি অপরাজিত রয়ে যান শেষমেশ।
আরও পড়ুন: ধাওয়ানকে টিম ইন্ডিয়ায় বাদ দেন কোচ দ্রাবিড়ই! দলের ভিতরের ঘটনা বেআব্রু হল সর্বসমক্ষে
আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে তিনজনকে ড্রাফটের মাধ্যমে বাছাই করেছিল। তবে প্রতিভাবান তারকা আইপিএল জয়ের সঙ্গে বিশ্বকাপ জয়ের তুলনা টেনে আনন্দের মঞ্চেই বিতর্ক বাঁধিয়ে দিলেন।
ম্যাচের পরে উচ্ছ্বাসের আবহে শুভমান গিল ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে বলে যান, "অবশ্যই এই জয়ের গুরুত্ব বিশাল। যুব বিশ্বকাপ জেতার পরে মনে হচ্ছে, বিশ্বকাপ জেতার মতই আইপিএল জয় সমান গুরুত্বের। এই নিয়ে পাঁচ নম্বর আইপিএল খেললাম। এর মধ্যেই আইপিএল জয়ের সৌভাগ্য অর্জন করলাম। ইনিংসের শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম। কোচেদের সঙ্গে সেরকমই পরিকল্পনা হয়েছিল। শেষমেশ ফিনিশিং লাইন টপকাতে পারলাম, সেটা আরও আনন্দ দিচ্ছে। ১৩০-এর কমে বিপক্ষকে আটকে রেখে আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। প্ৰথমে ভাবা হয়েছিল ওঁদের ১৫০-এর মধ্যে থামিয়ে দেওয়া যাবে। সেরকম ভেবে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তবে সৌভাগ্যবশত আমাদের মাত্র ১৩০ রান তাড়া করতে হল।"
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকায় নতুন বাড়ি! তবুও রিঙ্কুর বাবা-মা রয়েছেন ভাঙা বাড়িতেই
২০২২ আইপিএলে টাইটান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান গিল। ১৬ ম্যাচে ৪৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি পঞ্চম স্থানে।