Advertisment

সৌরভের সামনেই রোহিতকে নিয়ে প্রশ্ন! সপাটে জবাব দিলেন মহারাজও

বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনেই ফর্মে নেই। ফর্ম হারা দুই তারকাকে নিয়ে এবার মুখ খুললেন সৌরভ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাট হাতে দুঃস্বপ্নের ফর্মে মোটেই চিন্তিত নন সৌরভ গঙ্গোপাধ্যায়। রোহিত চলতি আইপিএলে নিকৃষ্টতম পারফরম্যান্স মেলে ধরেছেন। আইপিএলে হিটম্যানের শোচনীয় ফর্ম বারেবারেই আলোচনার বিষয় বস্তু হয়েছে। এবার একটাও হাফসেঞ্চুরি করতে পারেননি মহাতারকা।

Advertisment

আর ইডেনে প্লে অফের বল গড়ানোর আগেই সৌরভের দিকে ধেয়ে এল রোহিতের অফ ফর্ম সংক্রান্ত প্রশ্ন। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের পাশে দাঁড়িয়ে তৎক্ষণাৎ মহারাজ রোহিতের সমালোচলদের মনে করিয়ে দিলেন তাঁর নেতৃত্বের রেকর্ড।

আরও পড়ুন: জঘন্যতম পারফরম্যান্স! এই তিন তারকাকে নিলামের আগেই ছাঁটাইয়ের পথে হাঁটছে KKR

সংবাদসংস্থাকে সৌরভ বলে দিয়েছেন, "সকলেই মানুষ। মানুষ মাত্রই ভুল হবে। তবে অধিনায়ক হিসাবে রোহিতের রেকর্ড অসাধারণ। পাঁচবার আইপিএল জয়, এশিয়া কাপ বিজয়- রোহিত যেখানেই নেতৃত্ব দিয়েছে জয় লাভ করেছে। তাই ওঁর নেতৃত্বের রেকর্ড নিয়ে কোনও কথাই হবে না। ওঁদেরও ভুল হবে। কারণ ওঁরাও মানুষ।"

রোহিতের সঙ্গেই সৌরভ সমর্থনের হাত রেখেছেন বিরাট কোহলির উপরেও। যিনি কেরিয়ারের
জঘন্যতম আইপিএল মরশুম কাটাচ্ছেন। গ্রুপ পর্ব চলাকালীনও একাধিকবার কোহলির অফ ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও গ্রুপের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরূদ্ধে ম্যাচ জেতানো ইমিংস খেলেছিলেন।

"ওঁরা দুজনেই দারুণ ক্রিকেটার। আমি নিশ্চিত ওঁরা দ্রুত রানে ফিরবে। ওঁদের এখন এত বেশি ক্রিকেট খেলতে হয় যে মাঝেমাঝে ওঁরা ফর্ম হারিয়ে ফেলে। কোহলি শেষ ম্যাচে দারুণ খেলেছে। বিশেষ করে দলের যখন সবত্থেকে প্রয়োজন ছিল। সেই কারণেই প্লে অফে ওঠার পরে কোহলি এত আনন্দ পেয়েছিল। ওঁদের ফর্মে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা।"

কোহলির খারাপ ফর্ম সত্ত্বেও শেষ চারে জায়গা করে নিয়েছে আরসিবি। তবে মুম্বই লিগের সবথেকে শেষে ফিনিশ করেছে।

Virat Kohli Sourav Ganguly Rohit Sharma IPL
Advertisment