আইপিএলে চরম খারাপ ফর্মে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দুই মহাতারকার জঘন্য ফর্ম চিন্তায় রাখছে জাতীয় নির্বাচকদের। চলতি বছরের অক্টোবরে টি২০ বিশ্বকাপ। তাঁর আগে দুই তারকার এরকম ফর্ম নিয়ে চিন্তার শেষ নেই ভারতীয় ক্রিকেট মহলের।
চলতি মরশুমে আরসিবির জার্সিতে কোহলি ১৩ ম্যাচে করেছেন ২৩৬ রান। গড় এবং স্ট্রাইক রেট যথাক্রমে ১৯.৬৭ এবং ১১৩.৪৬। মাত্র একটা হাফসেঞ্চুরি করেছেন। তবে গোল্ডেন ডাকের সংখ্যাও তিনটি। ১৪ বছরের আইপিএল কেরিয়ারে এটাই কোহলির নিকৃষ্টতম পারফরম্যান্স। একমাত্র প্ৰথম মরশুমে চলতি মরসুমের তুলনায় অল্প রান বেশি করেছিলেন।
আরও পড়ুন: KKR-এর প্লে অফে ওঠার সম্ভবনা কমল ১২.৫ শতাংশ! বাকি ৬ দলের সামনে কতটা সুযোগ
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ১২ ম্যাচে ১৮.১৭ গড়ে ১২৫.২৯ স্ট্রাইক রেটে ২১৮ রান করেছেন। পাঁচটি এক অঙ্কের রান করেছেন তিনি। একবার গোল্ডেন ডাক করেছেন। রোহিত একটাও হাফসেঞ্চুরি করতে পারেননি চলতি মরশুমে। প্লে অফের বাইরে চলে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্স এখনও গ্রুপ পর্বে দুটি ম্যাচে খেলবে।
বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দুই তারকার খারাপ ফর্ম নিয়েই অবশেষে মুখ খুলেছেন। মিড ডে-কে বোর্ড সভাপতি জানিয়েছেন, বর্তমান ফর্মে তিনি একদমই ভাবিত নন। টি-২০ বিশ্বকাপের এখনও বেশ কিছু সময় বাকি রয়েছে। দুজনের ফর্মে ফেরার বিষয়ে আশাও প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: সৌরভের সেরা একাদশে বাদ কোহলি! দ্বন্দ্বের ইঙ্গিত কি আগে থেকেই, দেখুন ভিডিও
"রোহিত এবং বিরাটের ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। ওঁরা অনেক বড়মাপের ক্রিকেটার। ওয়ার্ল্ড কাপ এখনও অনেক দূর। বিশ্বকাপের বাকি থাকতেই ওঁরা নিজেদের ফর্মে ফিরে আসবে। এই বিষয়ে আমি রীতিমতো আশাবাদী।"
আইপিএল শেষ হওয়ার পরে ভারত ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জুনে। তারপরে ভারত আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে। তারপরে ঘরের মাঠে অস্ট্রেলীয় সিরিজ।