Advertisment

'জামাই' রাহুলকে টেনে কটূক্তি! মুখের মত জবাব দিলেন 'শ্বশুর' সুনীল শেঠি

শূন্য করার পরের ম্যাচেই দুরন্ত শতরান হাঁকিয়ে যান কেএল রাহুল। তারপরই লম্বা প্রশংসা সূচক পোস্ট করেন সুনীল শেঠি।

author-image
Subhasish Hazra
New Update
NULL

লখনৌ সুপার জায়ান্টস বনাম রাজস্থান ম্যাচে ট্রেন্ট বোল্টের প্ৰথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল ক্যাপ্টেন রাহুলকে। কিউয়ি সিমারের পেসের কাছে পরাস্ত হয়ে গোল্ডেন ডাক হজম করতে হয় রাহুলকে। ঘটনাচক্রে, সেই ম্যাচে লখনৌকে সমর্থন জানাতে ওয়াংখেড়েতে হাজির ছিলেন কেএল রাহুলের হবু শ্বশুর বলিউড অভিনেতা সুনীল শেঠি এবং কন্যা আথিয়া শেঠি। প্রেমিকা এবং শ্বশুরের উপস্থিতিতেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয় রাহুলকে।

Advertisment

শূন্য রানের খেদ অবশ্য পরের ম্যাচেই সুদে আসলে মিটিয়ে নেন তারকা ব্যাটসম্যান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ শতরান হাঁকিয়ে যান তিনি। ৬০ বলে ১০৩ রানের দুর্ধর্ষ ইনিংস উপহার দেন রাহুল। ক্যাপ্টেনের অপরাজিত শতরানে ভর করে লখনৌ ২০ ওভারে ১৯৯/৪ তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ১৮১/৯-এর বেশি তুলতে পারেনি। পাঁচবারের চ্যাম্পিয়নরা ১৮ রানে হার হজম করে।

আরও পড়ুন: আইয়ার বনাম আইয়ার! মাঠের মধ্যেই চুলোচুলি ভেঙ্কটেশ-শ্রেয়সের, কে দোষী, ভিডিওয় দেখুন

তাঁর ক্যাপ্টেন্স নকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন সুনীল শেঠি। সোশ্যাল মিডিয়ায় বলিউড সুপারস্টারের পোস্টেই কমেন্ট সেকশনে এক নেটিজেন ট্রোল করে বসেন সুনীল শেঠিকে। চরম অসম্মান জনক মন্তব্য করার পরে পাল্টা জবাব দেন সুনীল শেঠি নিজেই। বলে দেন, "নিজের ঘরের দিকে ধ্যান দাও।"

publive-image

নিজের ১০০তম আইপিএল ম্যাচে শতরান হাঁকানোর পরে সুনীল শেঠি সোশ্যাল মিডিয়ায় লিখে দেন লম্বা পোস্ট। যার ছত্রে ছত্রে হবু জামাইকে ঘিরে প্রশংসা। বেশ কয়েক বছর ধরেই সুনীল-কন্যা আথিয়া শেঠির সঙ্গে ডেটিং করছেন রাহুল। নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের প্ৰথম সেঞ্চুরিয়ন তিনিই।

Suneil Shetty KL Rahul IPL Lucknow Super Giants
Advertisment