Advertisment

মাঠে-গ্যালারিতে দু-জায়গাতেই নারিন, অবাক কাণ্ড কেকেআর-গুজরাট ম্যাচে, দেখুন

হার্দিক পান্ডিয়ার গুজরাটের বিরুদ্ধে মোটেই ভালো খেলতে পারেনি নাইট রাইডার্স। সেই ম্যাচে নারিনের জোড়া অবতার ধরা পড়ল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শনিবার কেকেআর মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। সিএসকের বিরুদ্ধে গুজরাট জার্সিতে খেলতে পারেননি হার্দিক। কেকেআর ম্যাচে প্রত্যাবর্তন করেছিলেন তারকা অলরাউন্ডার।

Advertisment

হার্দিকের ৪৯ বলে ৬৭ রানে ভর করে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি স্কোরবোর্ডে ২০ ওভারে ১৫৬ তুলেছিল। এই প্ৰথমবার চলতি লিগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হার্দিক।

আরও পড়ুন: কলকাতার ইডেনেই হবে IPL-এর রুদ্ধশ্বাস লড়াই, বিরাট আপডেট দিলেন স্বয়ং সৌরভ

নাইটদের হয়ে বোলিংয়ে আগুন ছুটিয়ে যান রাসেল। তাঁর চার উইকেটের দাপটে গুজরাট বেশি বাড়তে পারেনি। ২০তম ওভারের প্ৰথম বলেই রাসেল আউট করেন অভিনব মনোহরকে। দ্বিতীয় বলেই রাসেলের শিকার হন লকি ফার্গুসন। তৃতীয় বলে আলজেরি জোসেফ সিংগেল নিয়ে হ্যাটট্রিক করা থেকে রাসেলকে আটকে দেন। তবে পঞ্চম বলে ফের রাসেল শিকার করেন রাহুল তেওটিয়াকে। হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তেওটিয়া।

৩৩ বছরের ক্যারিবিয়ান অলরাউন্ডার শেষ বলে আউট করেন ইয়াশ দয়ালকে। গুজরাটের বিরুদ্ধে মাত্র ১ ওভার বল করেই চার উইকেট তুলে নেন ক্যারিবীয় তারকা।

রাসেল ছাড়াও নাইটদের হয়ে ভালো বোলিং করেন টিম সাউদি। ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন কিউয়ি তারকা। তবে রাসেলের জাতীয় দলের সতীর্থ সুনীল নারিন ৩১ রান খরচ করলেও উইকেট পাননি।

যাইহোক, ম্যাচ শুরুর আগে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সুনীল নারিনের লুক-এলাইক হাজির হন। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় যা রীতিমত ফলাও করে শেয়ার করা হয়। নাইটদের সেই সমর্থককে কেকেআর জার্সি পরে হাজির হতে দেখা যায়। কে বলবে তিনি সুনীল নারিন নন!

যাইহোক, ম্যাচে কেকেআর ১৫৭ রান চেজ করতে পারেনি। ৮ রান আগেই থেমে যায় নাইটদের ইনিংস। এই নিয়ে টুর্নামেন্টে পঞ্চম ম্যাচ হারল কেকেআর। অন্যদিকে, সাত ম্যাচে ষষ্ঠ জয় পেয়ে লিগ তালিকায় শীর্ষে উঠে গেল গুজরাট।

KKR Kolkata Knight Riders Sunil Narine IPL
Advertisment