IPL 2022: Suryakumar Yadav's brilliant half-cenrury ensure Mumbai Indians first win of the season against Rajasthan Royals Sports: পয়া রোহিতের জন্মদিন! মুম্বইকে IPL-এর প্ৰথম জয় এনে দিলেন সূর্যকুমার | Indian Express Bangla

পয়া রোহিতের জন্মদিন! মুম্বইকে IPL-এর প্ৰথম জয় এনে দিলেন সূর্যকুমার

IPL RR vs MI: প্ৰথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি রাজস্থানের। পাড়িক্কল এবং সঞ্জু স্যামসন ফিরে যান অল্প রানে।

পয়া রোহিতের জন্মদিন! মুম্বইকে IPL-এর প্ৰথম জয় এনে দিলেন সূর্যকুমার

রোহিত শর্মার ৩৫তম জন্মদিন লাকি চাৰ্ম নিয়ে এল মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিতে। টানা আট ম্যাচ হারের ধাক্কা হজম করে মুম্বই চলতি টুর্নামেন্টের প্ৰথম জয় পেল ক্যাপ্টেনের জন্মদিনে। সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরিতে ভর করে মুম্বই ৫ উইকেটে হারাল রাজস্থান রয়্যালসকে।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোহিত টসে জিতে প্ৰথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। চমকপ্রদ পারফরম্যান্স করলেও দেওয়াল্ড ব্রেভিসকে রাজস্থান ম্যাচে বাইরে বসিয়ে মুম্বই দলে ফিরিয়ে এনেছিল টিম ডেভিড কে, যাঁকে টানা আট ম্যাচ ডাগ আউটে বসতে হয়েছিল।

মুম্বই পেসাররা শুরুটা ভাল করেছিল। রাজস্থানের রানের গতি বাড়ানো আটকে দেন মুম্বই বোলাররা। পঞ্চম ওভারে হৃতিক সোকিন ফিরিয়ে দেন দেবদূত পাড়িক্কলকে (১৫ বলে ১৫)। সঞ্জু স্যামসন নিজের ইনিংসের শুরুটা করেন জোড়া ছক্কা হাঁকিয়ে। তবে স্যামসন ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। ৭ বলে ১৬ করে সঞ্জু ফেরেন অভিষেককারী কুমার কার্তিকেয়র বলে। ২০ বলে ১৭ রান করে ড্যারেল মিচেল আউট হয়ে যান ড্যানিয়েল স্যামসের বলে।

ব্যাট হাতে নিজের দুর্ধর্ষ ফর্ম বজায় রেখে শনিবারও হাফসেঞ্চুরি করে যান জস বাটলার। বাটলার ক্রিজে অবশ্য মসৃন ছিলেন না। প্ৰথম ৪৬ বলে ৪৩ করে রীতিমত স্ট্রাগল করছিলেন তিনি। তবে ১৬তম ওভারে নিজের সেরা ফর্মে ফিরে হৃতিক শোকিনকে টানা চারটে ছক্কা হাঁকিয়ে যান ইংরেজ তারকা। শেষ পর্যন্ত ওভারের শেষ বলে ৬৭ রানে আউট হয়ে যান।

শেষদিকে অশ্বিন ৯ বলে ২১ করে রাজস্থানকে ১৫৮ পৌঁছে দেওয়া নিশ্চিত করেন। অভিষেককারী কার্তিকেয় মাত্র ১৯ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। হৃতিক শোকিন ২ উইকেট নিলেও খরচ করলেন ৪৭ রান। রাইলি মেরেডিথও দুজনকে আউট করেন।

১৫৮ রান চেজ করতে নেমে মুম্বই সূচনা একদমই ভাল করতে পারেননি। অফফর্মের রোহিত এদিনও মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ঈশান কিষানও ১৮ বলে ২৬-এর বেশি করতে পারেননি। সূর্যকুমার যাদবও নিজের দুরন্ত ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে হাফসেঞ্চুরি করে যান। ফর্মে থাকা তিলক ভার্মার সঙ্গে ৮১ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিতের ওপরে বসিয়ে দেন। তবে দুজনেই পরপর দু-বলে আউট হয়ে চাপে পড়ে গিয়েছিল একসময়।

শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল মাত্র ৪ রান। এমন অবস্থায় কুলদীপ সেনের ওভারের প্ৰথম বলেই পোলার্ড ফিরে যেতেই ম্যাচে চাপা উত্তেজনা সঞ্চার হয়। তবে ক্রিজে নেমেই ড্যানিয়েল স্যামস ছক্কা হাঁকিয়ে মুম্বইকে প্ৰথম জয় এনে দেন। আর মুম্বই দলে প্রত্যাবর্তনে টিম ডেভিড নজর কেড়ে যান ৯ বলে ২০ করে।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 suryakumar yadavs brilliant half cenrury ensure mumbai indians first win of the season against rajasthan royals

Next Story
পাঞ্জাব ম্যাচের পরেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জাদেজার! বড় খবর ফাঁস করল CSK