Advertisment

০-তে আউট হয়েও মুখে হাসি! অভিনয় করছেন নাকি, শুনতে হল কোহলিকে

আইপিএলে মোটেই ভালো খেলতে পারছেন না কোহলি। এবার লখনৌয়ের বিরুদ্ধে শূন্য রানে আউট হলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কোনওকিছুই যেন ঠিকঠাক যাচ্ছে না কোহলির। তা জাতীয় দল, না আইপিএল ব্যাট হাতে দীর্ঘমেয়াদি রান খরায় আক্রান্ত বিশ্বের অন্যতম সেরা তারকা। মঙ্গলবার লখনৌয়ের বিরুদ্ধে খেলতে নেমে কোহলি যেমন প্যাভিলিয়নে ফিরলেন রানের খাতা না খুলেই।

Advertisment

লখনৌয়ের বিরুদ্ধে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ওপেনার অনুজ রাওয়াত আউট হওয়ার পরে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। আর দুষ্মন্ত চামিরার প্ৰথম বলেই কোহলি পয়েন্টে দীপক হুডার হাতে ক্যাচ তুলে দিলেন মহাতারকা।

আরও পড়ুন: আইয়ার বনাম আইয়ার! মাঠের মধ্যেই চুলোচুলি ভেঙ্কটেশ-শ্রেয়সের, কে দোষী, ভিডিওয় দেখুন

মাত্র এক বল স্থায়ী হল কোহলির ইনিংস। আর হতাশায় কোহলির মুখে ফুটে উঠল অদ্ভুত হাসি। হাসির অর্থ যেন ভাগ্য একদমই তাঁর সঙ্গে নেই। তবে আউট হওয়ার পরে কোহলির প্রতিক্রিয়া রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তুলোধোনা করেছেন তারকাকে। একজন তো লিখেই দিলেন, "অভিনেতা কোহলি বর্তমানে কোনওভাবেই আর ক্রিকেটার নন।"

এখনও পর্যন্ত কোহলি আইপিএলে অদ্ভুতভাবে ঠান্ডা। ব্যাট একদমই কথা বলছে না। ৬ ম্যাচে আরসিবির হয়ে এই মরশুমে কোহলির রান মাত্র ১১৯। গড় ২৩.৮০। এদিনের ইনিংসের আগে কোহলি দু-বার রান আউটও হয়েছেন। আরসিবির প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একমাত্র বলার মত পারফরম্যান্স করেছিলেন তিনি- ৪১ নট আউট। এছাড়াও মুম্বইয়ের বিপক্ষে ৪৮ করেছিলেন।

ম্যাচে লখনৌ অধিনায়ক কেএল রাহুল টসে জিতে প্ৰথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। পাওয়ার প্লে-র মধ্যেই আরসিবি ৪৮/৩ হয়ে গিয়েছিল। চামিরার পরপর দু-বলে আউট হয়ে যান রাওয়াত এবং কোহলি। তিন চার এক ছক্কায় ১১ বলে ২৩ রানের ক্যামিও খেলে গ্লেন ম্যাক্সওয়েল আউট হন ক্রুনাল পান্ডিয়ার বলে। শেষ পর্যন্ত অধিনায়ক ডুপ্লেসিস ৬৪ বলে ৯৬ করে দলকে ১৮১/৬-এ পৌঁছে দেন।

RCB Virat Kohli Royal Challengers Bangalore IPL
Advertisment