বুধবার আরসিবির কাছে এলিমিনেটর ম্যাচে হেরে লখনৌয়ের টুর্নামেন্ট অভিযান খতম হয়ে গেল। আরসিবি সমর্থকদের বড় ভরসা ছিলেন বিরাট কোহলি। ২৪ বলে ২৫ রানের ইনিংসে বেশ সাবলীল দেখিয়েছে তারকাকে। দ্বিতীয় ওভারের প্ৰথম বলেই কোহলির দুর্ধর্ষ বাউন্ডারি হাঁকান। কব্জির ফ্লিকে বল বাউন্ডারির বাইরে পাঠান মহাতারকা। দুষ্মন্ত চামিরা কোহলির প্যাডে ফুল লেংথের বল করেছিলেন। আগেভাগেই বলের লেন্থ আঁচ করে কোহলি মিড অন দিয়ে বল প্লেস করেন।
ইডেনে আরসিবি বনাম লখনৌ ম্যাচে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনিও কোহলির জাদু শটে মন্ত্রমুগ্ধ হয়ে যান। কোহলির শট তারিফ করতে দেখা যায় মহারাজকে। সৌরভের পাশেই বসে ছিলেন বোর্ড সচিব জয় শাহ।
আরও পড়ুন: গম্ভীরের গনগনে মেজাজে রাহুল! ক্ষোভে ফুঁসলেন মহাতারকা, ইডেনে বেনজির কাণ্ড, দেখুন ভিডিও
কোহলির শটে সৌরভের প্রতিক্রিয়া মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। প্ৰথমে ব্যাট করে আরসিবি রজত পতিদারের দুর্ধর্ষ সেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে ২০৭ তুলেছিল। ৫৪ বলে ১১২ করে যান তারকা। শেষদিকে দীনেশ কার্তিকও ২৩ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলে যান। পঞ্চম উইকেটে রজত পতিদার এবং কার্তিক ৯২ রানের অপরাজিত পার্টনারশিপ খেলেন।
২০৮ রান তাড়া করে লখনৌ স্কোরবোর্ডে ১৯৩-এর বেশি তুলতে পারেনি। কেএল রাহুল দলের সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলে যান। দীপক হুডাও ২৭ বলে ৪৫ করে যান। আরসিবির হয়ে জশ হ্যাজেলউড তিন উইকেট নেন। ম্যাচের সেরা হন রজত পতিদার।
আরসিবি আপাতত দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে ২৭ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। একই ভেন্যুতে ফাইনাল হবে ২৯ মে।