Advertisment

আইপিএলে অভিষেকের মুখেই কি অর্জুন! বড় আপডেট স্বয়ং মুম্বই বস জয়বর্ধনের

আইপিএলে এখনও পর্যন্ত অভিষেক ঘটেনি অর্জুন তেন্ডুলকরের। অপেক্ষায় রয়েছেন শচীন পুত্র।

author-image
IE Bangla Sports Desk
New Update
মুম্বইয়ে হয়ত আর নেই অর্জুন! তিন তারকাকে ছাঁটাইয়ের পথে ব্যর্থ রোহিতের ইন্ডিয়ান্স

চূড়ান্ত হতাশার মরশুম মুম্বই ইন্ডিয়ান্সের। একের পর এক ম্যাচ হেরে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের প্ৰথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে। গত সপ্তাহে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্ৰথম জয়ের আগে মুম্বই টানা আট ম্যাচ হেরেছে। শুক্রবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বই নামছে টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। গোটা মরসুম ধরেই একাধিক কম্বিনেশন পরখ করে দেখেছে মুম্বই। তবে অর্জুন তেন্ডুলকরকে এখনও মুম্বইয়ের জার্সিতে দেখা যায়নি।

Advertisment

কিংবদন্তি পুত্র অর্জুনকে বেস প্রাইসে গত বছর মুম্বই ইন্ডিয়ান্স ২০ লক্ষ টাকায় কিনেছিল। এই বছর মেগা নিলামে অর্জুনের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৩০ লক্ষ টাকায়। সেই অর্থেই মুম্বই কিনেছিল অর্জুনকে।

আরও পড়ুন: প্লে অফের জন্য কোন দলের সামনে কী অঙ্ক, হিসাব নিকেশ মিলিয়ে নিন

চলতি মরশুমে আর মাত্র পাঁচ ম্যাচ বাকি রয়েছে মুম্বইয়ের। শুক্রবার মুম্বই কি অর্জুনকে প্ৰথমবারের মত আইপিএলে অভিষেক ঘটানোর সুযোগ করে দেবে? মুম্বইয়ের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে জানিয়ে দিয়েছেন, "স্কোয়াডের প্রত্যেক ক্রিকেটারের সামনেই খেলার অপশন রয়েছে। দেখা যাক, কেমন ভাবে কম্বিনেশন সাজানো হয়। কোন ম্যাচে কেমন কম্বিনেশন সাজানো হবে, তা দলের সেট আপের ওপর নির্ভর করছে।"

জয়াবর্ধনে আরও জানিয়েছেন, "প্রত্যেক ম্যাচেই আত্মবিশ্বাসের জায়গা থাকে। আগের ম্যাচেই আমরা জয় পেয়েছি। জয়ে আত্মবিশ্বাস বাড়ে। দলের সেরা তারকাদেরই মাঠে নামানো হবে। অর্জুন যদি সেরাদের মধ্যে আসে, অবশ্যই ওঁর কথা বিবেচনা করা হবে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে কম্বিনেশনের ওপর।"

আরও পড়ুন: বল ছুঁড়ে কোহলিকে সপাটে আঘাত! মুকেশের কাণ্ডে কী করলেন মহাতারকা, দেখুন ভিডিও

অর্জুন তেন্ডুলকর মুম্বইয়ের হয়ে অভিষেক ঘটিয়েছিল সৈয়দ মুস্তাক আলিতে ২০২১-এর জানুয়ারিতে। তবে এখনও প্ৰথম শ্রেণির ক্রিকেটে আবির্ভাব ঘটেনি তারকা-পুত্রের।

আইপিএলে প্লে অফ থেকে ছিটকে যাওয়ায় মুম্বই গ্রুপ পর্বের বাকি ম্যাচ জিতে ভালোভাবে ফিনিশ করতে চাইছে।

IPL Mumbai Indians Arjun Tendulkar
Advertisment