Advertisment

ব্যাটে ওঠে চার-ছক্কার ঢেউ, ২১ বছরের এই বিস্ফোরক ব্যাটারকে নিল মুম্বই

মুম্বই ইন্ডিয়ান্সকে বিপদে ফেলে চোট পেয়ে ছিটকে গিয়েছেন টাইমাল মিলস। তাঁর বদলে মুম্বই নিয়েছে দক্ষিণ আফ্রিকান ট্রিস্টান স্টাবসকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স তরফে জানানো হল, চোট পাওয়ায় ছিটকে গিয়েছে ইংরেজ পেসার টাইমাল মিলস। তাঁর পরিবর্ত হিসাবে নেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকান নতুন ব্যাটিং সেনসেশন ট্রিস্টান স্টাবসকে। টাইমাল মিলসকে নিলামে ১.৫ কোটি টাকায় কিনেছিল মুম্বই। ২৯ বছরের ইংরেজ পেসার পাঁচ ম্যাচে খেলে ৬ উইকেট নিয়েছেন।

Advertisment

শেষের দিকে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি মিলস। রোহিত শর্মার দল মিলসের বদলেই নিয়েছে দক্ষিণ আফ্রিকান ব্যাটার ট্রিস্টান স্টাবসকে। যিনি কয়েকদিন আগেই জাতীয় এ দলের জার্সিতে অভিষেক ঘটিয়েছিলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন: প্লে অফের জন্য কোন দলের সামনে কী অঙ্ক, হিসাব নিকেশ মিলিয়ে নিন

ঘরোয়া ক্রিকেটে ট্রিস্টান বেশ ভালো পারফর্ম করেছিলেন কিছুদিন আগেই সমাপ্ত হওয়া সিএসএ চ্যালেঞ্জে ওয়ারিয়ার্স দলের হয়ে। ৪৮.৮৩ গড়ে ১৮৩ ১৩ স্ট্রাইক রেটে ২৯৩ রান করেছিলেন। ১৭টি টি২০ ম্যাচে স্টাবস ৫০৬ রান করেছেন ১৫৭.১৪, তিনটে হাফসেঞ্চুরি সমেত। তাঁর নামের পাশে উইকেটও রয়েছে।

স্টাবসের সঙ্গেই কিছুদিন আগে মুম্বই সই করিয়েছে ধবল কুলকার্নি এবং কুমার কার্তিকেয়কে। দুজনেই পরিবর্ত পেসার হিসাবে যোগ দিয়েছেন মুম্বইয়ে। কার্তিকেয়কে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অভিষেকও ঘটিয়ে দেওয়া হয়েছিল। যথেষ্ট প্রভাব ফেলে কার্তিকেয় ৪ ওভারের স্পেলে ১৯ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছিলেন।

আরও পড়ুন: বল ছুঁড়ে কোহলিকে সপাটে আঘাত! মুকেশের কাণ্ডে কী করলেন মহাতারকা, দেখুন ভিডিও

যাইহোক, চলতি আইপিএলে মুম্বই টানা আট ম্যাচ হারের পরে শেষে জয় পেয়েছে রাজস্থান রয়্যালসের হয়ে, গত সপ্তাহে। শুক্রবার মুম্বই খেলতে নামছে টেবিল টপার গুজরাট টাইটান্সর বিরুদ্ধে। চলতি আইপিএলে প্ৰথম দল হিসেবে ছিটকে যাওয়া নিশ্চিত করেছে মুম্বই।

Mumbai Indians IPL
Advertisment