Advertisment

মরণ বাঁচন ম্যাচে জিততেই হবে নাইটদের! ফেরানো হচ্ছে তারকা স্পিডস্টারকে

প্লে অফে ওঠার জন্য কেকেআরের কাছে মাস্ট উইন ম্যাচ রাজস্থান। জিততেই হবে নাইটদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টানা পাঁচ ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে কেকেআর রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া হয়ে সোমবার ওয়াংখেড়েতে নামছে। হঠাৎ করেই ফর্ম হারিয়ে কেকেআরের প্লে অফ খেলা নিয়ে সংকট তৈরি হয়েছে। এখনও পুরোপুরি প্ৰথম একাদশের রল গুছিয়ে উঠতে পারেনি নাইটরা। প্রায় প্রতিটি ম্যাচেই আলাদা আলাদা কম্বিনেশন নামানোয় সেটলড হওয়ার সুযোগই পাচ্ছে না কেকেআর একাদশ। আগের জোড়া ম্যাচে প্যাট কামিন্স বাইরে থাকার পরে রাজস্থান ম্যাচে সম্ভবত ফেরানো হতে পারে অজি তারকাকে।

Advertisment

দেখে নেওয়া যাক কেকেআর কীভাবে প্ৰথম একাদশ নামাতে পারে-
ফিঞ্চ: তিনটে ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। তবে তাঁর খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট। আসন্ন ম্যাচগুলোতে টপ অর্ডারে ফিঞ্চের ফর্ম গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ভেঙ্কটেশ আইয়ার: গত মরশুমে অসাধারণ ফর্মের ধারেকাছেও নেই ভেঙ্কটেশ আইয়ার। নয় ম্যাচে এখনও পর্যন্ত একটি ফিফটি সমেত ভেঙ্কটেশ করেছেন মাত্র ১৩২ রান।

আরও পড়ুন: সেরা পেসারের ওপরেই ক্ষেপে লাল ঠান্ডা মাথার ধোনি, দেখুন শেষ ওভারের টানটান ভিডিও

নীতিশ রানা: প্ৰথম কয়েকটি ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না পারলেও নীতিশ রানা গত কয়েকটি ম্যাচে ব্যাটে রান পেয়েছেন। নয় ম্যাচে জোড়া ফিফটি সহ রানার সংগ্রহে ২০০ রান।

শ্রেয়স আইয়ার: চলতি মরশুমে ব্যাট হাতে ধারাবাহিক ফর্মে রয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। নয় ম্যাচে নাইটদের জার্সিতে শ্রেয়স ৩৬ গড় সমেত করেছেন ২৯০ রান। হাঁকিয়েছেন দুটো ফিফটিও।

আন্দ্রে রাসেল: ব্যাট-বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন আন্দ্রে রাসেল। ৯ ম্যাচে রাসেল ২২৭ রান করার পাশাপাশি ১০ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: প্ৰথম ম্যাচেই ঝকঝকে পারফরম্যান্স! নীতা আম্বানি ফোন করলেন উঠতি সুপারস্টারকে

বাবা ইন্দ্রজিৎ: ২৭ বছরের তামিল তারকা গত ম্যাচেই অভিষেক ঘটিয়েছিলেন নাইটদের জার্সিতে। ৮ বলে ৬ করেছিলেন। তবে বাবা ইন্দ্রজিৎকে টানা সুযোগ দেওয়া হতে পারে।

রিঙ্কু সিং: কেকেআরের জার্সিতে নিজের জাত চিনিয়েছেন রিঙ্কু সিং। দু-ম্যাচে রিঙ্কু করেছেন যথাক্রমে ২৩ এবং ৩৫ রান। তাঁকে রেখেই দল গড়া হতে পারে।

সুনীল নারিন: ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার বরাবরের মত এবারেও ফর্মে রয়েছেন। ৯ ম্যাচে তাঁর নামের পাশে ৭ উইকেট। যথেষ্ট কৃপণ বোলিং করছেন তিনি।

প্যাট কামিন্স: অজি তারকা পেসার সম্ভবত টিম সাউদির বদলে দলে জায়গা করে নেবেন। তাঁর অন্তর্ভুক্তিতে নাইটদের ব্যাটিং শক্তি আরও বাড়বে।

উমেশ যাদব: নাইটদের জার্সিতে ম্যাচের পর ম্যাচ একাই ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন উমেশ। ৯ ম্যাচে তাঁর সংগ্রহে ১৪ উইকেট।

হর্ষিত রানা: হর্ষিত রানা কেকেআরের হয়ে অভিষেকেই দলকে মুগ্ধ করেছেন। তাঁকেও দীর্ঘমেয়াদি স্তরে ভাবা হচ্ছে।

KKR Rajasthan Royals Kolkata Knight Riders IPL
Advertisment