/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/Yuvraj-ashwin.jpg)
হার্দিক পান্ডিয়ার বাউন্ডারি সফলভাবে বাঁচিয়েছিলেন কিনা, তা জানার জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হয়েছিলেন জস বাটলার। রাজস্থান রয়্যালস তারকার এমন ভঙ্গি ক্রিকেট মহলে তুমুল প্রশংসিত হয়। বাটলারের জন্য যেমন সোশ্যাল মিডিয়ায় প্রশংসা সূচক টুইট করলেন যুবরাজ সিং। তবে এই টুইটেই তিনি নাকি পরোক্ষে নিশানা করেছেন অশ্বিনকে। এমন অভিযোগ তুলেই যুবরাজের ওপর চড়াও হলেন ক্রিকেট ভক্তরা।
জিমি নিশামের বল হার্দিক সজোরে পুল করেছিলেন। লং অনে সেই সময় ফিল্ডিং করছিলেন বাটলার। তিনি দৌড়ে গিয়ে প্রাণপনে বাউন্ডারি বাঁচানোর প্রচেষ্টা চালান। তবে বাউন্ডারি সেভ করে ওঠার সময় সকলের অলক্ষ্যে তাঁর হাত ছুঁয়ে যায় বাউন্ডারি রোপে। তৎক্ষণাৎ বাটলার আম্পায়ারের কাছে বিষয়টি জানান। টিভি আম্পায়ারের দ্বারস্থ হওয়ার আর্জি জানান। টিভি রিপ্লেতে পরে দেখা যায়, বাটলারের হাত বাউন্ডারি রোপ স্পর্শ করে গিয়েছে। তাই সিদ্ধান্ত বদলে চার রান দেওয়া হয় শেষমেশ।
আরও পড়ুন: কেকেআর ম্যাচে গ্যালারিতে রহস্যময়ী! ভাইরাল মেয়ের পরিচয়ের খুঁটিনাটি বের করলেন সমর্থকরাই
বাটলারের এই স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশংসাসূচক টুইট করেন যুবরাজ। তবে পরোক্ষে খোঁচাও দেন অশ্বিনকে। যুবরাজের টুইটের বয়ান, "ক্রিকেট খেলায় এখনও জেন্টলমেনরা রয়েছেন। অন্য ক্রিকেটার বিশেষত ওঁর সতীর্থদের বাটলারের থেকে বিষয়টি শেখা উচিত।" ক্রিকেট মহলের ব্যাখ্যা, বাটলারের রাজস্থান সতীর্থ অশ্বিনকে খোঁচা দিতে চেয়েছেন যুবি। যিনি কিছুদিন আগেই রিটায়ার্ড আউট হয়ে বিতর্ক বাঁধিয়েছিলেন।
We still have gentleman in the game of cricket !!! @josbuttler 👏🏽 other players should learn from him specially team mates !!! #IPL2022 #RRvGT
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 14, 2022
Pic 1: Yuvi requesting to forget bad times of Stuart Broad (a Non-Indian) and appreciate his achievements.
Pic 2: Yuvi requesting (indirectly) to forget an achievement of Ashwin an Axar (Indians) and criticize indian pitches. pic.twitter.com/it7K10k8eV— shashank sri (@ravia123ash) April 14, 2022
We should just unfollow some 'superstars' post their retirement. Don't want to develop any hatred against them, whom we had respected so much. Let's just retire them from our memories as the ones who won us World Cup and many other memorable matches.
— Anupam Singh (@Anupam_MaxFac) April 14, 2022
You spoke my mind. I was like - Yuvi man why are you doing this ? We respect you so much. But then what you said is perfect Anupam, we just need to freeze them at a certain point in memory and ignore anything they do currently.
— Amit Borkar 🇮🇳 (@amitgb) April 14, 2022
Saltyness nahi jaega tum logo ka kabhi bhi , that's why you'll never be loved the way MS gets loved.
You could have appreciated Buttler without targeting Ashwin , but nahi
And Ashwin doesn't need your certificate to be a Gentlemen , he was one and he'll always be one...— Cheeku (@Lost_guy01) April 14, 2022
If he is referring to Ashwin, it’s just a cheap shot. Anyway Ashwin is doing the right thing and is a trendsetter.
— Vikrant Naik (@vikrantnaik) April 14, 2022
শুধু তাই-ই নয়, বাটলারের সঙ্গেই ২০১৯-এ মানকাড বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তারকা স্পিনার। সেই সময় পাঞ্জাব কিংসে ছিলেন তিনি। সেই সময় মানকাড আউট করে প্রভূত সমালোচিত হয়েছিলেন অশ্বিন।
প্রবল আলোচিত সেই ঘটনা দূরে সরিয়ে চলতি মরশুমে একই দলে খেলছেন বাটলার এবং অশ্বিন। এমন আবহে ফের একবার অশ্বিনকে নিশানা করায় চটেছেন ক্রিকেট সমর্থকরা।
যাইহোক, ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে ৩৭ রানে হার হজম করতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। জস বাটলার হাফসেঞ্চুরি করেও দলকে বাঁচাতে পারেননি।