Advertisment

এবারেও ট্রফি জেতার ধারেকাছে নেই KKR! নাইটদের নিয়ে মারাত্মক ভবিষ্যৎবাণী আকাশ চোপড়ার

কেকেআরকে নিয়ে শোচনীয় ভবিষ্যৎবাণী আকাশ চোপড়ার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

একঝাঁক প্রতিশ্রুতিমান তারকাকে নিয়ে কেকেআর খেলতে নামছে আইপিএলে। তবে কেকেআরের সমস্যা দলের অভিজ্ঞতাসম্পন্ন প্লেয়ারের অভাব। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, সাকিব আল হাসানরা থাকলেও দলে দেশীয় তারকাদের অভিজ্ঞতা নিয়ে সংশয় রয়েছে ক্রিকেট মহলের।

Advertisment

ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার গোটা আইপিএলেই সম্ভবত খেলতে পারবেন না। নেতৃত্বে দেখা যাবে নীতিশ রানাকে। এমন অবস্থায় কেকেআরের ভবিষ্যৎ নিয়ে বড়সড় মন্তব্য করে ফেললেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন এই ক্রিকেটার কাম ধারাভাষ্যকার জানিয়ে দিলেন, কেকেআরের পক্ষে এবারেও কাপ জেতার সম্ভবনা ক্ষীণ।

আরও পড়ুন: অঙ্কে ৫১, ইংরেজিতে ৮১! IPL-এর ঠিক একদিন আগেই মাধ্যমিকের রেজাল্ট ফাঁস করলেন কোহলি নিজেই

"কেকেআর কোথায় ফিনিশ করবে? আমরা সকলেই চাই কেকেআর প্লে অফে পৌঁছক। তবে সেটা কি আদৌ হবে? আমার মতে ওঁদের সম্ভবনা ৫০-৫০। এই দলটি আসলে জিততে জানে। দু-বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০২১-এর একটা অর্ধ খারাপ খেলেও ফাইনালে উঠেছে। তবে এবার আমার মনে হচ্ছে, লিগ টেবিলের মাঝামাঝি ফিনিশ করবে কেকেআর।" বলে দিয়েছেন তিনি।

কেকেআর বড়সড় ধাক্কা খেয়েছে শ্রেয়স আইয়ারের চোটের জন্য। বর্ডার গাভাসকার ট্রফিতে খেলার সময় শ্রেয়স চোটের শিকার হন। দিল্লি এবং আহমেদাবাদ টেস্ট তো বটেই ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, লোয়ার ব্যাকে পুরোনো চোটের জায়গায় পুনরায় ইনজুরির শিকার হয়েছেন তিনি। অস্ত্রোপচারের পথে হাঁটলে শ্রেয়াসকে কমপক্ষে তিন-চার মাস মাঠের বাইরে কাটাতে হবে।

আরও পড়ুন: বাবর আজমের থেকে ১২ গুণ বেতন বেশি কোহলির! সঞ্জু স্যামসন, আর্শদীপরাও লজ্জা দেবেন পাক অধিনায়ককে

কেকেআর অবশ্য নীতিশ রানাকে ক্যাপ্টেন ঘোষণা করার সময়েই জানিয়ে দিয়েছে, শ্রেয়সকে আইপিএলের কোনও না কোনও পর্যায়ে পাওয়া যাওয়ার বিষয়ে আশাবাদী ফ্র্যাঞ্চাইজি। এমন অবস্থায় আকাশ চোপড়ার বক্তব্য, কেকেআরের সাফল্য অনেকটাই শ্রেয়সকে পাওয়ার ওপর নির্ভর করবে। তিনি জানাচ্ছেন, "শ্রেয়স আইয়ার যদি না ফিট হয়ে ওঠে, তাহলে এই দল বেশিদূর যাবে না, লিখে নিতে পারো। কলকাতার পক্ষে শ্রেয়সের ফিট হয়ে ওঠা বড্ড জরুরি।"

গতবার কেকেআরকে ভুগিয়েছিল ভালো মানের উইকেটরক্ষক ব্যাটসম্যানের অভাব। শেলডন জ্যাকসন, স্যাম বিলিংস এবং বাবা ইন্দ্রজিৎদের ওপর ভরসা করে ডুবেছিল কেকেআর। এবার অবশ্য নাইটরা নিলাম থেকে তুলে নিয়েছে একাধিক ভরসা জাগানোর মত নাম। আফগানিস্তানের টি২০ স্পেশ্যালিস্ট-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ যেমন রয়েছেন তেমন বাংলাদেশের জাতীয় দলের তারকা লিটন দাস-ও রয়েছেন। দেশীয়দের মধ্যে রয়েছে নারায়ণ জগদীশন।

আকাশ চোপড়া এই বিভাগে কেকেআরকে এগিয়ে রাখছেন। জানিয়েছেন, "কেকেআরের হাতে নতুন উইকেটকিপিং অপশন রয়েছে। গত বছর উইকেটকিপিং বিভাগ ভুগিয়েছিল ওঁদের। এখন ওঁদের হাতে রয়েছে রহমনুল্লাহ গুরবাজ, বিজয় হাজারে ট্রফি মাতানো নারায়ণ জগদীশন। এমনকি লিটন দাসকেও বেশ ভালো মানের মনে হয় আমার।"

শনিবার কেকেআর প্ৰথম ম্যাচে খেলতে নামছে পাঞ্জাব কিংসের বিপক্ষে, মোহালিতে। সুনীল নারিন বৃহস্পতিবারই দলের সঙ্গে যোগ দিলেন। মরশুম শেষেই বোঝা যাবে, আকাশ চোপড়া নিজের ভবিষ্যৎবাণীতে অভ্রান্ত ছিলেন কিনা!

KKR Kolkata Knight Riders IPL
Advertisment