কেকেআরের হয়ে খেলবেন না এই সিজনে। এমনটাই এবার নাকি জানিয়ে দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। নাইট রাইডার্স কর্তৃপক্ষকে বাংলাদেশি তারকা অলরাউন্ডার ব্যক্তিগত সমস্যা এবং আন্তর্জাতিক সুচির কথা নাকি জানিয়েছেন। এমনটাই সূত্রের খবর।
কেকেআর স্কোয়াডে এখনও যোগ দেননি বাংলাদেশের দুই তারকা লিটন দাস এবং সাকিব আল হাসান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে ভারতে পৌঁছে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে কেকেআর-এর দুই বাংলাদেশিকে আইপিএলের প্ৰথম ম্যাচ মিস করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজ শেষ। এবার আইরিশদের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা একমাত্র টেস্ট খেলবেন বাংলাদেশিরা। এরপরে বাংলাদেশ ব্রিটেনে উড়ে যাবে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যথাক্রমে মে মাসের ৯, ১২ এবং ১৪ তারিখে।
এর আগে বিসিবির তরফে বিসিসিআইকে জানিয়ে দেওয়া হয়েছিল, পুরো আইপিএল সিজন খেলার ছাড়পত্র দেওয়া হবে না বাংলাদেশি তারকাদের। নির্দিষ্ট সময়ের ৮ এপ্রিল থেকে ১ মের উইন্ডোতেই আইপিএলে অংশ নিতে পারবেন সাকিবরা।
ঘটনা হল, সাকিবের অংশগ্রহণে অসম্মতির পরেই লিটনের কেকেআর-যোগ দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে বাংলাদেশি প্রচারমাধ্যম সূত্রের খবর সাকিব না খেললেও লিটনকে পাবে নাইটরা।
নিলাম থেকে সাকিবকে ১.৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। এখন সাকিবের জায়গায় বোর্ডের সবুজ সংকেত পেলেই পরিবর্ত ক্রিকেটার নিতে পারবে নাইট রাইডার্স।
লিটন দাসকে ৪০ লক্ষ টাকার বেস প্রাইসে কিনেছিল কেকেআর। এমনিতেই শ্রেয়স আইয়ার ব্যাক ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন। এবার সাকিব নতুন ধাক্কা দিলেন কেকেআরকে। বৃহস্পতিবার ঘরের মাঠে প্ৰথম ম্যাচ খেলতে নামার আগেই।