পথ দুর্ঘটনায় ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বাইরে ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের নতুন নেতা হয়েছেন ডেভিড ওয়ার্নার। এতদিন পন্থের বদলি হিসাবে কোনও উইকেটকিপার-ব্যাটারের নাম ঘোষণা করেনি রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজি। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পন্থের বদলে দিল্লি ক্যাপিটালস নিতে চলেছে বাংলার তারকা উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েলকে।
নিলামে নিজের নাম তুললেও অবিক্রিত ছিলেন অভিষেক। তবে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির ট্রায়ালে হাজির ছিলেন বাংলার তারকা। এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে। ট্রায়ালে কড়া নজর রেখেছিলেন হেড কোচ রিকি পন্টিং এবং ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে এবার ক্যাপ্টেন সূর্যকুমার! IPL শুরুর আগেই বিরাট সিদ্ধান্ত নিলেন রোহিত
এমনিতে দিল্লি ক্যাপিটালস স্কোয়াডে পন্থ ছাড়া উইকেটকিপার হিসাবে রয়েছেন কেকেআর প্রাক্তনী শেলডন জ্যাকসন, লুভনিথ শিশোদিয়া এবং বিবেক সিং। তবে পন্থের বদলে প্ৰথম একাদশে খেলার মত প্রত্যেকের দক্ষতা নিয়ে সংশয় ছিল ক্যাপিটালস ম্যানেজমেন্ট। তাই আইপিএল শুরুর ৪৮ ঘন্টা আগেই অভিষেককে বাছাই করে ফেলল ফ্র্যাঞ্চাইজি। যদিও ফ্র্যাঞ্চাইজির তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
বাংলার হয়ে মাত্র একটা সিজন খেলেছেন তিনি। উইকেটকিপার হিসাবে বেশ সপ্রতিভ তিনি। প্রমাণ করেছেন। যদিও ব্যাট হাতে এখনও সেভাবে নজর কাড়তে পারেননি। গত বছর ফেব্রুয়ারিতে প্ৰথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে অভিষেকের। ৩টে করে লিস্ট-এ এবং টি২০ ম্যাচ খেলেছেন অভিষেক। ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন ১৫টি। টি২০ এবং লিস্ট এ ক্রিকেটে তাঁর রানসংখ্যা যথাক্রমে ২২ এবং ৫৪। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৫টা হাফসেঞ্চুরি সমেত ৬৪২ রান করেছেন তিনি।
রঞ্জিতে বেশ নজর কেড়েছেন তিনি। বাংলাকে রঞ্জি ফাইনালে তুলতে অনেকটাই অবদান ছিল অভিষেকের। গ্রুপ পর্বে হরিয়ানার বিরুদ্ধে ৪৯ করেছিলেন। সেমিতে মধ্যপ্রদেশের বিপক্ষে ৫১ করার পাশাপাশি ফাইনালে জয়দেব উনাদকাটদের সৌরাষ্ট্রের বিপক্ষে চোয়ালচাপা ৫০ করেছিলেন।
আপাতত আনকোরা বাঙালি তরুণের ওপরেই ভরসা রাখছে দিল্লি। সফল হবেন? সেটা সময়ই বলবে।