এপ্রিলের ২ তারিখে আইপিএল অভিযানে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে থাকছেন না ক্যাপ্টেন আইডেন মারক্রাম। প্রোটিয়াজ তারকার অনুপস্থিতিতে হায়দরাবাদ দলকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। আইপিএল শুরুর একদিন আগে ভুবনেশ্বর কুমারকে দেখা গিয়েছে বাকি নয় ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেনের সঙ্গে ট্রফি উন্মোচন করতে। আইপিএলের টুইটার হ্যান্ডলে এই ভিডিও শেয়ার করা হয়েছে। কয়েকদিন আগেই বোর্ডের তরফে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করা হয়েছিল। সেই চুক্তিতে জায়গা হয়নি ভুবনেশ্বরের। বোর্ডের চুক্তি তালিকায় না থাকলেও আইপিএলের ক্যাপ্টেন হয়ে গেলেন তিনি।
বর্তমানে মারক্রাম জাতীয় দলের হয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঘরের মাঠে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত। এই সিরিজের ফলাফলের ওপরেই নির্ভর করছে ডাচদের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার বিষয়টি।
ভুবনেশ্বর কুমার অবশ্য নেতৃত্বে একদমই নতুন নন। ২০১৯-এ ফ্র্যাঞ্চাইজিট হয়ে ৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। গত বছরও একটি ম্যাচে ক্যাপ্টেন হন তারকা পেসার।
আইডেন মারক্রাম অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন। সাউথ আফ্রিকা টি২০ লিগে সান গ্রুপ অধিকৃত সানরাইজার্স ইস্টার্ন কেপ টাউন ফ্র্যাঞ্চাইজিকে চ্যাম্পিয়ন করেছেন। সেমিফাইনালে সেঞ্চুরি করে যান মারক্রাম। ৩৩৬ রান করার পাশাপাশি ১১ উইকেটও দখল করেছেন তিনি। গত বছর আইপিএলেও মোটামুটি ছন্দে ছিলেন তিনি। ৪৭.৬৩ গড়ে ৩৮১ রান করেছেন। তিনটে হাফসেঞ্চুরি সমেত স্ট্রাইক রেট ছিল ১৩৯-এর ওপরে।
আইপিএলে নেতৃত্ব দিতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে মারক্রাম বলেছিলেন, "সত্যি কথা বলতে এটা পুরোপুরি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত তাঁরা কাকে অধিনায়ক বাছবে।"
Read the full article in ENGLISH