/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/munawar-ipl_copy_1200x675.jpg)
সম্প্রচারকারী সংস্থার তরফে দর্শকদের বিনোদন উপহার দিতে চেষ্টার খামতি থাকে না। বিভিন্ন ম্যাচে ক্রিকেটের বাইরের জগতের সেলেবদের ডেকেও বিনোদন আমদানির চেষ্টা করা হয়। তবে এবার হিতে বিপরীত হল। স্টার স্পোর্টস-এর তরফে আইপিএল শোয়ে আমন্ত্রণ জানিয়ে ক্রিকেট শোয়ে নিয়ে আসা হল মুনাওয়ার ফারুখিকে। যাতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
ঘটনার সুত্রপাত মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচে। সেই ম্যাচে ঘটা করে স্টুডিওতে নিয়ে আসা হয়েছিল মুনাওয়ার ফারুখিকে। অনেক সমর্থকই বিতর্কিত এই কমেডিয়ানের আগমন ভালো চোখে নেননি। হিন্দু দেব-দেবীদের অপমান করার অভিযোগে বিদ্ধ হতে হয়েছিল এই কমেডিয়ানকে। মধ্যপ্রদেশের ইন্দোরে এই নিয়ে এফআইআর-ও দায়ের করা হয়। ধর্মবিশ্বাসে আঘাত হানায় অভিযুক্ত ফারুখির আইপিএল যোগের পরেই স্টার স্পোর্টস বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। যদিও জানা যাচ্ছে, মুনাওয়ার ফারুখি জিও সিনেমার তরফে প্রমোশনের জন্য এসেছিলেন। জিও সিনেমা আগেও মুনাওয়ারের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে প্রমোশনের জন্য ব্যবহার করেছে।
A time where Bollywood is always hesitating to promote Kerala story and the kashmir files .
Star sports and others ecosystems is giving platform to a Hinduphobic & Propagandist Munawar Faruqui. #BoycottStarSportspic.twitter.com/iI1YGls6IE— श्रवण बिश्नोई (किसान) (@SharwanKumarBi7) May 16, 2023
I'll rather watch Rest of IPL & also urge everyone to Boycott Star Sports & watch IPL on Jio Cinema than on @StarSportsIndia for them giving a platform to this hinduphobe Munawar Faruqui who made fun of Hindu Gods in name of "comedy"#BoycottStarSportspic.twitter.com/RovmojetFl
— Rosy (@rose_k01) May 15, 2023
I have no respect for a man who doesn't respect my god. 😠
Not done star sports !!!#BoycottStarSports#MunawarFaruquipic.twitter.com/z5A452YxkG— Nirvana (@QuitMatrix) May 15, 2023
ইন্দোরে দায়ের করা এফআইআরের প্রেক্ষিতে মুনাওয়ার ফারুখিকে জেলেও যেতে হয়। ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় অভিযুক্ত হয়ে হাজতবাস করতে হয় তাঁকে। যে আইনে স্পষ্ট করে বলা রয়েছে, ইচ্ছাকৃতভাবে কোনও ধর্মকে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ। অনেক কাঠ-খড় পুড়িয়ে শেষে জামিন পেয়েছেন ফারুখি। ভারতীয় জনগণের একাংশ এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন যে একটা দীর্ঘ সময় পর্যন্ত ফারুখির শো-মুখী হননি তাঁর নিয়মিত শ্রোতার একাংশ।
বিতর্কিত এই কমেডিয়ানকে আমন্ত্রণ জানিয়েই এবার ফাঁপড়ে পড়ল স্টার স্পোর্টস। টুইটারে এখনও ট্রেন্ডিং হ্যাশট্যাগ সমেত 'বয়কট স্টার স্পোর্টস'। দর্শকদের বক্তব্য, অন্য ধর্মকে সম্মান করতে না পারা কাউকে কেন আইপিএলের মত মেগা ইভেন্টে আমন্ত্রণ জানানো হবে! যাইহোক, ফারুখি ছাড়াও সেই ক্রিকেট শোয়ে হাজির ছিলেন অনিল কাপুর, আদিত্য রয় কাপুররা।
Read the full article in HINDI