scorecardresearch

IPL স্কোরবোর্ডে হঠাৎ ‘ট্রি ইমোজি’! কেন, কারণ জানলে মোদি সরকার, BCCI-এর জন্য গর্ব হবে

নতুন উদ্যোগে সাড়া ফেলল বিসিসিআই

IPL স্কোরবোর্ডে হঠাৎ ‘ট্রি ইমোজি’! কেন, কারণ জানলে মোদি সরকার, BCCI-এর জন্য গর্ব হবে

আইপিএল ক্রিকেট জগতের কাছে প্রথিকৃত হয়ে থেকেছে। ক্রিকেট দুনিয়া আমূল বদলে গিয়েছে আইপিএল জমানা শুরু হওয়ার পর। এবার ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু করেছে আইপিএল। আন্তর্জাতিক ক্রিকেটেও আইপিএলের দেখাদেখি ইমপ্যাক্ট নিয়ম চালু হতে পারে শীঘ্রই।

কোয়ালিফায়ারেও দেখা গেল নতুন দৃশ্য। ম্যাচ চলাকালীন ডট বলের জায়গায় স্কোরকার্ডে দেখা যাচ্ছিল ট্রি ইমোজি। মঙ্গলবার প্ৰথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচেই প্রথাগত ডট বলের জায়গায় ট্রি ইমোজি ব্যবহার করা হল।

কেন হঠাৎ করে ট্রি ইমোজি চালু করা হল? পুরো বিষয়টি খোলসা করেছেন সাইমন ডুল এবং হর্ষ ভোগলে। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রাখার জন্য ভারত সরকারের তরফে এবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সেই উদ্যোগে সামিল হয়েছে বিসিসিআই-ও। বোর্ডের নতুন নিয়মে প্লে অফে প্রতিটা ডট বলের জন্য ৫০০ গাছ লাগানো হবে।

যাইহোক, চেন্নাইয়ের কাছে প্ৰথম কোয়ালিফায়ারে হেরে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। মঙ্গলবার প্ৰথম কোয়ালিফায়ারে টাইটান্স-কে ১৫ রানে হারিয়ে চেন্নাই টুর্নামেন্টের ইতিহাসে দশমবার ফাইনালে পৌঁছনো নিশ্চিত করল।

প্রথমে ব্যাট করে রুতুরাজ গায়কোয়াড (৬০) এবং ডেভন কনওয়ে (৪০) সিএসকেকে ১৭২ রানে পৌঁছে দেয়। রান চেজ করতে নেমে গুজরাট ধোনির দুর্ধর্ষ অধিনায়কত্বের কাছে কার্যত হার মানে। ১৫৭ রানে অলআউট হয়ে যায় গুজরাট। এবার চ্যাম্পিয়ন হলে সর্বাধিক আইপিএল ট্রফি জয়ের নিরিখে মুম্বইকে ছুঁয়ে ফেলবে সিএসকে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 broadcaster tree emoji indian government environment initiative bcci