New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/ipl-show.jpg)
ফের বিতর্কিত ঘটনায় শিরোনামে আইপিএল
আইপিএলে মাঠের বাইরে বিতর্কিত ঘটনা থামার লক্ষণই নেই। সম্প্রচারকারী স্টার স্পোর্টস আগেই সমালোচিত হয়েছিল ক্রিকেট শোয়ে বিতর্কিত কমেডিয়ান মুনাওয়ার ফারুখিকে আমন্ত্রণ জানিয়ে। এবার নতুন করে বিতর্কের আগুনে দগ্ধ হল সম্প্রচারকারী চ্যানেল।
আইপিএল বর্তমান উত্তেজক জায়গায় পৌঁছে গিয়েছে। প্রত্যেক ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে প্লে অফ ভাগ্য। এমন অবস্থায় দর্শকদের বিনোদন দেওয়ার জন্য বিন্দুমাত্র কার্পণ্য করছে না সম্প্রচারকারী সংস্থা। তবে এবার সেই বিনোদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে গেল।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম আরসিবি ম্যাচের আগে বিতর্ক তৈরি করল সম্প্রচারকারী স্টার স্পোর্টস। ক্রিকেটারদের আদুর গায়ের ছবি পোস্ট করে মহিলা সঞ্চালকদের তাতে রেটিং করতে বলা হল। 'হট অর নট' নামক এই শোয়ের কন্টেন্ট নিয়েই এরপরে যাবতীয় বিতর্ক শুরু হয়ে যায়। বিরাট কোহলি, শুভমান গিল থেকে আন্দ্রে রাসেলের খোলা গায়ের ছবি জায়ান্ট স্ক্রিনে দেখানো হল। মায়ান্তী ল্যাঙ্গারের মত প্রতিথযশা সঞ্চালকরা যে রীতিমত অস্বস্তিতে থাকলেন, তা বলাই বাহুল্য। সেই শোয়ে নিজের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি 'আইবি ৭১'-এর প্রচারে এসেছিলেন বলিউড তারকা বিদ্যুৎ জামাল। তাঁর সামনেই ঘটল এমন কাণ্ড!
I'm told some cricket telecast revolved around female anchors rating players on whether they're "hot" or "not".
I sincerely hope that's not true. Else, it's the pits.
Trying to be "cool" has its limits.— KSR (@KShriniwasRao) May 18, 2023
Sexualisation of athletes, irrespective of gender, is not okay. And leaving it at that.
— Sa. Gomesh | ச. கோமேஷ் (@SaGomesh) May 18, 2023
Couldn't record the full segment because I just cringed so hard, but Mayanti herself looked uncomfortable when put on the spot. Who's the big brain behind these ideas? Do they have no sense whatsoever? Or are they going to just keep pushing the envelope with whatever nonsense
— Gurkirat Singh Gill (@gurkiratsgill) May 18, 2023
এমন নজিরবিহীন কাণ্ডের পর আম ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সাংবাদিক মহলের একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটারদের যৌনতাকরণের তীব্র নিন্দা করে বোর্ডকে স্টার স্পোর্টসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
যাইহোক, ম্যাচে কোহলিদের প্লে অফের সম্ভবনা বাড়িয়ে আরসিবি ৮ উইকেটে হারিয়ে দিল হায়দরাবাদকে। সানরাইজার্স-এর হয়ে বিধ্বংসী শতরান করে গিয়েছিলেন হেনরিখ ক্লাসেন। তবে প্রোটিয়াজ তারকার ব্যাটের ঝলকানি ম্লান করে দিলেন কোহলি একাই। রান চেজ করতে নেমে কোহলি দুরন্ত শতরান করে যান। ক্যাপ্টেন দু-প্লেসিসের সঙ্গে ১৭২ রানের পার্টনারশিপে ম্যাচ কার্যত এলেবেলে করে দেন দুজনে। অন্যপ্রান্তে দুপ্লেসিস-ও ৭১ করে যান।