scorecardresearch

সৌরভের দিল্লিকে উড়িয়ে হাসতে হাসতে প্লে অফে ধোনির চেন্নাই! কুম্ভ হয়ে একাই লড়লেন ওয়ার্নার

Chennai Super Kings vs Delhi Capitals match report: ফের প্লে অফে চেন্নাই

সৌরভের দিল্লিকে উড়িয়ে হাসতে হাসতে প্লে অফে ধোনির চেন্নাই! কুম্ভ হয়ে একাই লড়লেন ওয়ার্নার

সিএসকে: ২২৩/৩
দিল্লি ক্যাপিটালস: ১৪৬/৯

কেকেআরের কাছে শেষ ম্যাচে হেরে প্লে অফ থেকে ছিটকে যাওয়ার রাস্তা তৈরি করেছিল সিএসকে। তবে দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে সিএসকে চলতি আইপিএলের দ্বিতীয় দল হিসেবে প্লে অফে পৌঁছনো নিশ্চিত করে ফেলল। প্ৰথমে সিএসকে ২২৩ করার পরেই কার্যত নিশ্চিত হয়ে যায় প্লে অফে পৌঁছবে চেন্নাই। দিল্লি প্রত্যাশা মতই ১৪৬/৯-এ গুটিয়ে গিয়ে চেন্নাইয়ের কাজ সহজ করে দেয়।

ধোনির নেতৃত্বে এই নিয়ে বারো বার রেকর্ড গড়ে প্লে অফে কোয়ালিফাই করল চেন্নাই। এর আগে হার্দিক পান্ডিয়ার গুজরাট প্ৰথম দল হিসেবে চলতি সিজনে প্লে অফে পৌঁছনো নিশ্চিত করে।

টসে জিতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই। পরে ব্যাট করা দিল্লিতে বরাবর চাপের। সেই কন্ডিশনের কথা বিবেচনা করেই প্ৰথমে ব্যাটিং নেয় সিএসকে। আর ধোনির সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে প্ৰথম থেকেই ব্যাটে ঝড় তোলেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড (৭৯) এবং ডেভন কনওয়ে (৮৭)। প্রথম জুটিতেই দুজনে ১৪১ রানের পার্টনারশিপ গড়ে দলের বড় রানের মঞ্চ তৈরি করে দেন। শেষদিকে শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজার ক্যামিও চেন্নাইকে ২২৩ রানের বিশাল টার্গেটে পৌঁছে দেয়।

ব্যাট করার জন্য হার্ড সারফেস ছিল দিল্লিতে। তবে ক্যাপিটালস ব্যাটসম্যানরা ফের একবার মুখ থুবড়ে পড়ে চলতি সিজনের সঙ্গে সামঞ্জস্য রেখে। দিল্লির হয়ে একা কুম্ভ হয়ে লড়াই চালালেন ক্যাপ্টেন ওয়ার্নার। তবে ফিল সল্ট, রিলি রসৌ, ইয়াশ ধুল, পৃথ্বী শ-রা নিজেদের হতশ্রী পারফরম্যান্স বজায় রাখলেন।

পাওয়ার প্লে-র মধ্যেই দিল্লি টপ অর্ডারের তিন তারকাকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। সেই বিপদ থেকে আর কেউই রক্ষা করতে পারেনি। দীপক চাহার, তুষার দেশপান্ডে, থিকসানাদের সঙ্গে জাদেজা, পাথিরানাদের সামলাতে পারেনি দিল্লি।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 csk vs dc all round chennai super kings thrashes delhi capitals to secure play off spot