আইপিএলে চেন্নাই বনাম লখনৌ ম্যাচ দেরিতে শুরু হল। মাঠে ঢুকে পড়ল পথের কুকুর। তাই কুকুরটিকে উদ্ধার করে ফেরত পাঠিয়ে তারপরে খেলা শুরু হল চিপকে।
সেই সময় লখনৌ ক্রিকেটাররা ফিল্ডিং করছিল। হঠাৎ করেই নিরাপত্তাকর্মীদের দৌড়ে ধাওয়া করতে দেখা যায় কুকুরটিকে। স্টেডিয়ামে থেকে দর্শকরাও ব্যাপক আমোদিত হন গোটা ঘটনায়। কুকুরটি বেরিয়ে যেতেই ম্যাচ শুরু করা হয়।
গত বছর গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন খেলা বন্ধ রাখতে হয় কালো বিষাক্ত সাপের অনুপ্রবেশ ঘটায়।
যাইহোক, সোমবারের ম্যাচে সিএসকের বিরুদ্ধে টসে জিতে লখনৌ ক্যাপ্টেন কেএল রাহুল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সিএসকে অপরিবর্তিত একাদশ খেলালেও লখনৌ নিজেদের প্ৰথম ম্যাচের একাদশ থেকে একটি বদল ঘটিয়েছে। জয়দেব উনাদকাটের জায়গায় খেলানো হচ্ছে ইয়াশ ঠাকুরকে।
Read the full article in ENGLISH