চিপকে তিন বছর পর আইপিএলে খেলতে নেমেছিলেন ধোনি। চেন্নাই ঘরের মাঠে প্রত্যাবর্তন করল বহুদিন পর। আর দীর্ঘ সেই অপেক্ষা স্মরণীয় করে রাখলেন ধোনি, চেন্নাই সুপার কিংস সমর্থকদের জন্য। চিপলের রাত মনে রাখার মত করে রাখলেন সিএসকে ইনিংসের শেষদিকে মার্ক উডের বলে জোড়া ছক্কা হাঁকিয়ে। জোড়া ছক্কা হাঁকানোর পর তৃতীয় বলেই যদিও তিনি আউট হয়ে যান।
ধোনি ছক্কা হাঁকানোর পরেই চিপকের আকাশে আতশবাজি। মোবাইলের ফ্ল্যাশ অন, ক্যামেরা অন, ভিডিও অন। 'আমিও ধোনির ছক্কার সাক্ষী থাকলাম' সমর্থকদের মধ্যে এমন আবেগের জন্ম দিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির ব্যাট। রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পরই চিপকের দর্শকদের হর্ষল্লাস বাড়ল। ব্যাট করতে নামছেন যে তাঁদের 'থালা'!
ক্রিজে নেমেই ঝোড়ো হাওয়া বইয়ে দিলেন। একুশের ঔদ্ধত্য নিয়েই চড়াও হলেন মার্ক উডের ওপর। এই ৪১ বছরেও। আগের ম্যাচেই দিল্লিকে গতিতে একা পেড়ে ফেলেছিলেন উড। সেই উডসকেই মাটিতে নামিয়ে আনলেন ক্যাপ্টেন কুল।
উডের দ্রুতগতির প্ৰথম বলই উড়ে গেল থার্ড ম্যানের ওপর দিয়ে। ধোনির ছক্কায় চেন্নাই ডাগ আউটে তখন বসন্ত। ধোনি যতক্ষণ ব্যাট করছিলেন সমর্থকরা আবেগে, উত্তেজনায় সিটে ভালোভাবে বসার সুযোগ পেলেন কই। প্ৰথম বলেই ছক্কা হজম করে মার্ক উড এবার দুরন্ত গতির শর্ট বলকে অস্ত্র করলেন। এবার ধোনির উইলো মিড অনের ওপর দিয়ে স্ট্যান্ডে পাঠিয়ে দিল বল।
ছক্কা হাঁকানোর পরেও আবেগে ভেসে যাননি মহাতারকা। আম্পায়ারকে চেক করতে বললেন, বল নির্ধারিত মাত্রার থেকে বেশি উচ্চতার উঠেছিল কিনা! তৃতীয় বলে অবশ্য আর পারলেন না। স্ল্যাশ করে হাঁকাতে গিয়েছিলেন। আউট হয়ে ফিরতে হয় প্যাভিলিয়নে। ৩ বলে ১২ রানের ইনিংসেই দর্শকের পয়সা উসুল।
ধোনির ঝড়ের আগে ব্যাট হাতে সিএসকের হয়ে সাইক্লোন তুলে গিয়েছিলেন দুই ওপেনার ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়কোয়াড। প্ৰথমে ব্যাট করে সিএসকে স্কোরবোর্ডে ২১৭ তুলেছিল।
Read the full article in ENGLISH