scorecardresearch

জাতীয় দলে ব্রাত্য রাহানের ব্যাটে ছোবল! রোহিতের মুম্বইকে কাঁদিয়ে জয় ধোনির সিএসকের

Chennai (CSK) vs Mumbai (MI) match report IPL 2023 Match 12 রাহানের ব্যাটের ঝড়ে উড়ে গেল মুম্বই

জাতীয় দলে ব্রাত্য রাহানের ব্যাটে ছোবল! রোহিতের মুম্বইকে কাঁদিয়ে জয় ধোনির সিএসকের

IPL 2023 CSK vs MI match report in Bangla .

মুম্বই ইন্ডিয়ান্স: ১৫৭/৮
সিএসকে: ১৫৮/৩

আইপিএলের এল ক্ল্যাসিকোয় সিএসকের কাছে দাঁড়াতেই পারল না মুম্বই। রোহিতদের ১৫৯ রানের টার্গেট সিএসকে চেজ করল মাত্র ১৮.১ ওভারে। হাতে ৭ উইকেট নিয়ে।

সিএসকের হয়ে খেলতে নেমে ঝড় তুলে গেলেন অজিঙ্কা রাহানে। কিছুদিন আগেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন জাতীয় দলের একসময়ের অপরিহার্য এই তারকা।

ওয়াংখেড়েতে সেই রাহানেই নিজের চেনা মাঠে চার-ছক্কার বন্যা বইয়ে দিলেন। বেন স্টোকসের বদলে খেলতে নেমে নায়ক তিনি। রান তাড়া করতে নেমে সিএসকে প্ৰথম ওভারেই ডেভন কনওয়েকে হারিয়েছিল। তবে তারপর চতুর্থ ওভার থেকেই ঝলক রাহানের। মিডিয়াম পেসার আর্শাদ খানের ওপর চড়াও হন তিনি সেই ওভারে। তার আগের ওভারেই জেসন বেহরনডর্ফ-এর ওভারে ছক্কা হাঁকিয়ে নিজের আগুনে মেজাজের ইঙ্গিত দিয়েছিলেন। তারপর আর্শাদ খানের ওভারে তুললেন ২৩ রান। হাফসেঞ্চুরি করে গেলেন মাত্র ১৯ বলে। যা চলতি আইপিএলের দ্রুততম। এর আগে শার্দূল ঠাকুর এবং জস বাটলার ২০ বলে ফিফটি করে দ্রুততমের তালিকায় শীর্ষে ছিলেন। শনিবার দুজনকেই পেরিয়ে গেলেন জাতীয় দলের ব্রাত্য রাহানে।

শেষমেশ আউট হয়ে যাওয়ার আগে রাহানে ২৯ বলে ৬১ করে যান। রুতুরাজ গায়কোয়াড নিজের দুরন্ত ফর্মের ইঙ্গিত দিয়ে এদিনও ৩৬ বলে ৪০ করে অপরাজিত থাকলেন। বাকি রান শিবম দুবে (২৬ বলে ২৮), আম্বাতি রায়ডুরা (১৬ বলে ২০) তুলে দেন।

তার আগে প্ৰথমে ব্যাট করতে নেমে ঘরের মাঠে শুরুটা খারাপ করেনি মুম্বই। পাওয়ার প্লে-তে শুরুতে রোহিত-ঈশান কিষান প্রায় ১০ করে রান তুলছিলেন। তবে পঞ্চম ওভারে তুষার দেশপান্ডে প্ৰথমে ঝটকা দেন। রোহিতকে বোল্ড করে। তারপর রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার মিলে ধসিয়ে দেন মুম্বই ব্যাটিং অর্ডারকে। শেষদিকে টিম ডেভিড ২২ বলে ৩১ না করলে মুম্বই দেড়শ পেরোত কিনা সন্দেহ। রবীন্দ্র জাদেজা ৪ ওভারের কোটায় মাত্র ২০ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। স্যান্টনার, তুষার দেশপান্ডে দুটো করে উইকেট নেন।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 csk vs mi match report chennai super kings vs mumbai indians at wankhede stadium mumbai ajinkya rahane ravindra jadeja steer csk to an easy win against mi