Advertisment

ধোনি এখনও শের! হারা ম্যাচে ছক্কার ফুলঝুরিতে রুদ্ধশ্বাস থ্রিলার মাহির

Chennai Super Kings (CSK) vs Rajasthan Royals (RR) Match Report in Bangla: ধোনির ব্যাটে ছক্কার ফোয়ারা, তবু শেষরক্ষা হল না চেন্নাইয়ের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

CSK vs RR Indian Premier League 2023 match report

Advertisment

রাজস্থান রয়্যালস: ১৭৫/৮
সিএসকে: ১৭২/৬

সেই ধোনি। সেই ফিনিশিং। সেই ছক্কা! বাঘ বুড়ো হতে পারে। কিন্তু শিকার করা কী ভোলে? মহেন্দ্র সিং ধোনি। বয়স চল্লিশ পেরিয়ে গিয়েছে কবেই। তবে এখনও ব্যাটে আগুনের ফুলকি। এখনও হারা ম্যাচ জেতাতে পারেন। বুধবারের রাত দেখল সেই ভিন্টেজ ধোনি। ঘাড়ে আস্কিং রেটের নিঃশ্বাস নিয়ে এই বয়সেও ম্যাচ প্রায় জিতিয়ে দিয়েছিলেন মহাতারকা। তবে শেষমেশ হল না। রাজস্থানের ১৭৬ তাড়া করতে নেমে ধোনির ফিনিশিং টাচ দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট মহল। ধোনি চিত্রনাট্য মেনে সেটাই করছিলেন। যা তিনি বছরের পর বছর করে এসেছেন।

ঘরের মাঠে চেন্নাইকে ফিনিশিং লাইনে পার করতে না পারলেও 'থালা' বুক উচিয়েই প্রিয় দর্শকদের সামনে মাঠ ছাড়লেন। যে সময় ব্যাটিং করতে নেমেছিলেন, দল প্রায় হারের মুখে। ডেভন কনওয়ে হাফসেঞ্চুরি করে আউট হওয়ার পর মাঠে নামেন ধোনি। শেষ পাঁচ ওভারে সিএসকেকে তুলতে হত ৬৩ রান। কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ম্যাচেই ধোনির ছক্কার পর ছক্কায় আশা জাগিয়েছিল চেন্নাই। তবে শেষ ওভারে ২১ রানের টার্গেট চেজ করতে গিয়ে তিন রান দূরে থেমে যায় সিএসকের ইনিংস। ধোনি ১৭ বলে ৩২ করে অপরাজিত থাকেন।

প্রায় ১৩-র কাছাকাছি আস্কিং রেট নিয়ে ধোনির সঙ্গেই ব্লকবাস্টার রান চেজ করায় দোসর হলেন ডেপুটি রবীন্দ্র জাদেজা। প্ৰথম সাত বলে কোনও রকমে ৫ করলেন। খাপ খুললেন ১৮ তম ওভারে। জাম্পাকে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে টার্গেট অনেকটাই আয়ত্তের মধ্যে নিয়ে এলেন।

১৯তম ওভারে জেসন হোল্ডারের ওপর চড়াও হলেন জাদেজা। দুটো পেল্লায় ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি হাঁকানোর পর শেষ ওভারে চেন্নাইকে তুলতে হত ২১ রান।

শেষ ওভারে রাজস্থানের হয়ে চাপের মুখে সন্দীপ শর্মা প্ৰথম দু-বলেই ওয়াইড করে বসেন। ধোনি তৃতীয় বলে ইয়র্কার সামলাতে পারেননি। তবে ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বল সোজা উড়ে যায় মাঠের বাইরে। প্ৰথমে লো ফুলটস পেয়েই ধোনি ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বল আছড়ে ফেলেন। তারপরের বলেও লো ফুলটস মিডল স্ট্যাম্পে। ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ধোনির সেই ট্রেডমার্ক ছক্কা। অবিশ্বাস্য রূপকথার ফিনিশিংয়ের গন্ধ পেয়ে তখন উদ্বেল জনতা। শেষ তিন বলে তখন সমীকরণ দাঁড়িয়েছে ৭ রানে। তবে এখান থেকেই আবার টুইস্ট। শেষ তিন বলে আগুনে ধোনি-জাদেজার সামনে মাত্র তিন রান খরচ করেন সন্দীপ।

তার আগে সিএসকেকে রান চেজ করার লড়াইয়ে রেখেছিলেন ওপেনার ডেভন কনওয়ে। এদিন দুরন্ত হাফসেঞ্চুরি করে যান কিউই তারকা। হঠাৎ করেই অপরিচিত মেজাজে ধরা দিচ্ছেন রাহানে। আগের ম্যাচেও বিধ্বংসী ইনিংস পাওয়া গিয়েছিল রাহানের ব্যাটে। বুধবারও রাহানে অশ্বিনের বলে লেগ বিফোর হওয়ার আগে ১৯ বলে ৩১ করে গেলেন জোড়া বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারিতে। রাজস্থানের অশ্বিন এবং চাহাল দুই তারকা স্পিনার জোড়া উইকেট দখল করে মাঝের ওভারে সিএসকেকে ব্যাকফুটে ফেলে দেন।

তার আগে টসে জিতে সিএসকে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থানকে। কস বাটলার ৩৬ বলে ৫২ রানের দুরন্ত হাফসেঞ্চুরি করে যান। দেবদূত পাড়িক্কল (২৮ বলে ৩৬), অশ্বিন (২২ বলে ৩০) এবং হেটমায়ার (১৮ বলে ৩০) দলকে ১৭৫ তুলতে সাহায্য করেন।

Chennai Super Kings CSK Rajasthan Royals IPL
Advertisment