New Update
Advertisment
দুজনে জাতীয় দলের বর্ষীয়ান তারকা। বহু ম্যাচ একসঙ্গে উতরে দিয়েছেন একক কৃতিত্বে। জাতীয় দলের সম্মান রক্ষা করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। তবে আইপিএল তাঁদের পেশাদারি মানসিকতার সেরাটা নিংড়ে আনছে। বুধবার রাতে চিপকে রুদ্ধশ্বাস লড়াই হল রাজস্থান রয়্যালস বনাম সিএসকে ম্যাচে।
সেই ম্যাচেই এক ইঞ্চি জমি না ছাড়ার লড়াই দেখা গেল রাহানে-অশ্বিনদের। চেন্নাইয়ের ইনিংসের রান চেজ করার সময় মাঝের ওভারে ব্যাটিং করেছিলেন রাহানে। বোলিং এন্ডে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের হোম গ্রাউন্ড চিপকে তিনি ছিলেন প্রতিদ্বন্দ্বী দলের জার্সিতে। ম্যাচে মনস্তাত্ত্বিক যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা গেল রাহানে-অশ্বিনকে।
রাহানেকে বল করার সময় আচমকা অশ্বিন নিজের রান আপ থামিয়ে ভড়কে দিয়েছিলেন। শান্ত রাহানে গোটা ঘটনা পর্যবেক্ষণ করেন। পাল্টা দেন তিনিও। পরের বলেই অশ্বিনের ডেলিভারির ঠিক আগেই রাহানে আবার ব্যাটিং স্ট্যান্স থেকে সরে দাঁড়ান। বল করলেও তা বাতিল হয়।
রাহানে বর্তমানে জাতীয় দলের বাইরে। টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন তিনি। কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকেও বাদ পড়েছেন। তবে এবার আইপিএল নিয়মবিরুদ্ধ ইনিংসে সকলকে চমকে দিচ্ছেন। ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিপক্ষে ২৭ বলে ৬১ রানের ঝড় তুলেছিলেন। সেই একই ঝড় উঠেছিল চিপকেও। ১৯ বলে ৩১ রানে চার-ছক্কার সুনামি বইয়ে দিচ্ছিলেন তারকা। তবে সেই অশ্বিনই ঘাতক হিসাবে আবির্ভূত হন। লেগ বিফোর করে দেন ধোনির দলের বর্ষীয়ান তারকাকে।
রুতুরাজ তৃতীয় ওভারে আউট হওয়ার পর ডেভন কনওয়ের সঙ্গে সিএসকে ইনিংসের উদ্ধার কাজ চালিয়ে যান রাহানে। দ্বিতীয় উইকেটে দুজন ৬৮ রানের পার্টনারশিপও গড়ে যান।
রাহানে আউট হয়ে যাওয়ার পর কনওয়ে একপ্রান্ত আগলে ফিফটি করে গেলেও শিবম দুবে, মঈন আলি, আম্বাতি রায়ডুরা পরপর আউট হয়ে যাওয়ায় বিপদে পড়ে গিয়েছিল সিএসকে। সেখান থেকে ধোনি-জাদেজার পাল্টা প্রত্যাঘাত। এবং রুদ্ধশ্বাস থ্রিলার। যে থ্রিলারে ধোনি-জাদেজার বিষ্ফোরক ব্যাট সামলে রাজস্থানকে জয় এনে দেন সন্দীপ শর্মা।