Advertisment

১৬.২৫ কোটি টাকা জলে গেল CSK-র! প্লে অফের আগেই বড় ধাক্কা ধোনিদের

চরম দুঃসংবাদ ধাওয়া করল সিএসকেকে

author-image
IE Bangla Sports Desk
New Update
PTI04_17_2023_000375A

বেঙ্গালুরু: চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়রা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদের আইপিএল 2023 ক্রিকেট ম্যাচ জেতার পর উদযাপন করছে, সোমবার, 17 এপ্রিল, 2023 বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। চেন্নাই 8 রানে জিতেছে। (পিটিআই ফটো/শৈলেন্দ্র ভোজক)(PTI04_17_2023_000375A)

আইপিএলের নিলামে ১৬.২৫ কোটি টাকায় ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে কিনেছিল সিএসকে। তবে আইপিএলের বাকি ম্যাচে তাঁকে আর দেখা যাবে না। সিএসকে-র গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরেই স্টোকস পাড়ি দেবেন দেশে। শনিবার-ই সিএসকে খেলতে নামছে শেষ ম্যাচ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। সেই ম্যাচের পরেই বেন স্টোকস বাড়ি ফিরবেন। আসেজের প্রস্তুতি সারতে।

Advertisment

স্টোকসকে বিশাল টাকা দিয়ে কেনার পরেও সিএসকে মাত্র দুটো ম্যাচে খেলিয়েছে তারকাকে। তাও আবার টুর্নামেন্টের শুরুর দিকে। দুই ম্যাচে স্টোকসের অবদান যথাক্রমে ৭ এবং ৮ রান। এক ওভার-ই হাত ঘুড়িয়েছেন। খরচ করেছেন ১৪ রান। কোনও উইকেট পাননি।

দুই ম্যাচে খেলার পরেই স্টোকস পায়ের পাতায় চোট পান। হাঁটুতেও চোটের সমস্যায় পড়েন তিনি। তবে চোট কাটিয়ে তিনি বর্তমানে ফিট।

জুনের ১৬ তারিখে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত আসেজ। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলার পরেই স্টোকস সেদিন-ই লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। আসেজে নামার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে জুনের ১ তারিখে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ফিটনেস সমস্যায় জর্জরিত বেন স্টোকস সেই ম্যাচে নামার জন্য বদ্ধপরিকর। জানিয়েছেন, পুরোদস্তুর ম্যাচ ফিট হওয়ার জন্য এবং নিজেকে দলের চতুর্থ সিমার হিসাবে ভূমিকা পালন করার জন্য এই প্রস্তুতি টেস্ট খেলতে তিনি মুখিয়ে রয়েছেন।

এর আগে এপ্রিলের ২২ তারিখে বেন স্টোকস চোট পাওয়ার পর সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, এক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে ইংরেজ তারকাকে। গত সপ্তাহে ফিট হয়ে গিয়েছিলেন। তবে দলের ব্যালান্স-এর কারণে রিজার্ভে সময় কাটাতে হয় তাঁকে।

কেকেআরের কাছে রবিবার হারের পর ফ্লেমিং জানিয়েছিলেন, এই মুহূর্তে স্টোকসের পক্ষে বোলিং করা কঠিন। তবে ব্যাটিং কভার হিসাবে তাঁকে রাখা হয়েছে। দিল্লির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে দলের কম্বিনেশনে বদল ঘটিয়ে যে স্টোকসকে খেলানো হবে, এমন সম্ভবনা কার্যত নেই।

Read the full article in ENGLISH

Chennai Super Kings CSK IPL
Advertisment