অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া খুশবু সিংয়ের শাশুড়ির সঙ্গে মোলাকাত হল মহেন্দ্র সিং ধোনির। ৮৮ বছরের মহিলার সঙ্গে সেই সাক্ষাতের ঘটনা প্রকাশ করেছেন চেন্নাইয়ের বিজেপি নেত্রী।
শুক্রবার সেই পোস্টে ক্যাপশনে লিখেছেন, "নায়ক তৈরি করা যায় না। জন্ম থেকেই তাঁরা নায়কোচিত। ধোনি সেটাই প্রমাণ করেছেন। ধোনিকে আতিথেয়তা জানাতে গিয়ে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি। উনি আমার শাশুড়ির সঙ্গে সাক্ষাৎ করলেন। যিনি ৮৮ বছর বয়সেও ধোনিকে নায়কের মর্যাদা দেন। এবং ধোনির বাইরে কিছু দেখতে পান না। মাহি তুমি জীবনে আরও কয়েক বছরের সুস্বাস্থ্য এবং খুশি এনে দিয়েছ। এই জন্য তোমাকে আমার প্রণাম। এমন ঘটনা বাস্তবায়িত করার জন্য চেন্নাই কিংসের প্রতি আমি কৃতজ্ঞ।"
ধোনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। চল্লিশোর্ধ বয়সেও যুবকের উদ্দীপনা নিয়ে মাঠ মাতিয়ে দিচ্ছেন। আর ধোনির ম্যাজিকের ওপর আস্থা রেখেই আইপিএলের নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমা তাঁদের ব্র্যান্ড আম্বাসাডর হিসাবে সই করিয়েছেন সুপারস্টারকে।
ধোনি বাইশ গজে নামলেই স্ট্রিমিং প্ল্যাটফর্ম-এ ভিউয়ারশিপ হুহু করার বেড়ে চলেছে। মার্চের ৩১ তারিখ চেন্নাই আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স-এর। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ধোনি ব্যাট হাতে নেমে ইনিংসের শেষের দিকে ঝড় তুলে দিয়েছিলেন। ধোনি ব্যাটিং করার সময় ভিউয়ারশিপ পৌঁছে গিয়েছিল ১.৭ কোটিতে। আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ইতিহাসের সাক্ষী থেকেছিল জিও সিনেমা। এমনটাই জানিয়েছে, জিও সিনেমার তথ্য। আর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ধোনির ধুমধড়াক্কা ইনিংসে ভর করে জয়ের একদম মুখে পৌঁছে গিয়েছিল সিএসকে। সেই সময় জিও সিনেমায় ম্যাচের ভিউয়ার সংখ্যা পৌঁছে যায় ২ মিলিয়নের ওপরে।
ধোনি ম্যাজিক সত্ত্বেও সিএসকের আইপিএলের শুরুটা মন্দের ভালো হয়েছে। ৪ ম্যাচে দুটো জিতলেও হারতে হয়েছে দুটো ম্যাচে।
Read the full article in ENGLISH