Advertisment

পন্থের সামনে দিল্লিকে হারাল হার্দিকের গুজরাট! ক্যামিও-য় নজর কাড়লেন বাংলার অভিষেক

Delhi Capitals vs Gujarat Titans IPL 2023 match report in Bengali প্ৰথম দুটো ম্যাচেই হারল দিল্লি ক্যাপিটালস

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

IPL 2023,DC vs GT Match Report:

Advertisment

দিল্লি ক্যাপিটালস: ১৬২/৮
গুজরাট টাইটান্স: ১৬৩/৪

কার্যত কোনও লড়াই-ই হল না। দিল্লি ক্যাপিটালসকে একপেশে লড়াইয়ে হারিয়ে টানা দুটো ম্যাচ জিতে গেল গুজরাট টাইটান্স। প্ৰথমে ব্যাট করতে নেমে দিল্লি ১৬২/৮-এড বেশি তুলতে পারেনি। সেই রান তাড়া করে টাইটান্স জিতল হাতে ৬ উইকেট নিয়ে। ১১ বল বাকি থাকতে।

১৬৩ রান চেজ করতে নেমে গুজরাট প্ৰথমে সমস্যায় পড়ে গিয়েছিল দুই ওপেনারকে হারিয়ে। নর্জে নিজের পরপর দুই ওভারে ফিরিয়ে দিয়েছিলেন শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহাকে। হার্দিক পান্ডিয়া সাত তাড়াতাড়ি ফিরে যাওয়ার পর গুজরাট পাওয়ার প্লে-র মধ্যেই ৫৪/৩ হয়ে যায়।

সেখান থেকে গুজরাটকে উদ্ধার করেন সুদর্শন এবং বিজয় শঙ্কর (২৩ বলে ২৯)। দুজনে চতুর্থ উইকেটে ৫২ রান যোগ করে যান। মিচেল মার্শ এই জুটিতে ভাঙন ধরালেও ম্যাচ তখন দিল্লির হাত থেকে বেরিয়ে গিয়েছে। বিজয় শঙ্কর আউট হয়ে যাওয়ার পর ক্রিজে নেমেই রনংদেহী মূর্তি ধরেন ডেভিড মিলার। ১৬ বলে ৩১ রানের ঝড় তুলে যান। দুটো করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়ে। অন্যপ্রান্তে সুদর্শন ৪৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।

পন্থের জায়গায় এদিন খেলতে নেমেছিলেন বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান অভিষেক পোড়েল। ১১ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে নজর কাড়লেন তিনি। জোড়া ওভার বাউন্ডারি হাঁকান তিনি।

টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে দিল্লি পাওয়ার প্লে-র মধ্যেই মিচেল মার্শ এবং পৃথ্বী শ-কে হারিয়ে বসেছিল। ডেভিড ওয়ার্নার-ও ৩২ বলে ৩৭ করে আউট হয়ে যান। আলজারি জোসেফ একই ওভারে পরপর বলে ফিরিয়ে দেন ক্যাপ্টেন ওয়ার্নার এবং রিলি রসৌ-কে। ৬৭/৪ হয়ে গিয়ে বড় রান গড়ার স্বপ্ন ধাক্কা খায় দিল্লির। তারপরে সরফরাজ খান (৩৪ বলে ৩০), অভিষেক পোড়েল (১১ বলে ২০) এবং অক্ষর প্যাটেল (২২ বলে ৩৬) কোনওরকমে দলকে ১৬২ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তবে তাতে কাজের কাজ হয়নি।

পন্থ এদিন দিল্লির প্ৰথম হোম ম্যাচে ডাগ আউটে হাজির ছিলেন। তবে তাঁর উপস্থিতিও জেতাতে পারল না দিল্লিকে।

IPL Delhi Capitals Gujarat Titans
Advertisment