scorecardresearch

ফের শেষ ওভারের শেষ বলের থ্রিলার! নাটকীয় ম্যাচে দিল্লি বধ মুম্বইয়ের

Delhi Capitals vs Mumbai Indians match report: অবশেষে জয়ের মুখ দেখল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স

ফের শেষ ওভারের শেষ বলের থ্রিলার! নাটকীয় ম্যাচে দিল্লি বধ মুম্বইয়ের

IPL 2023, DC vs MI Match Report in Bangla

দিল্লি ক্যাপিটালস: ১৭২/১০
মুম্বই ইন্ডিয়ান্স: ১৭৩/৪

ফের থ্রিলার। ফের শেষ ওভারের শেষ বলে জয়। কলকাতা-গুজরাট, আরসিবি-লখনৌ ম্যাচের পর ফের একটা থ্রিলার দেখল আইপিএল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স জেতা ম্যাচ শেষ ওভারে এসে প্রায় পা হড়কে হেরে যেতে বসেছিল। তবে দিল্লির হয়ে শেষরক্ষা করতে পারেননি আনরিখ নর্জে।

১৮তম ওভার শেষে দিল্লির ১৭৩ রান তাড়া করতে নেমে মুম্বই ১৫৩ ছিল। মুস্তাফিজুর রহমানের ১৯তম ওভারে টিম ডেভিড, ক্যামেরন গ্রিন জোড়া ছক্কা হাঁকিয়ে ১৫ তুলে দেন। শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ৫ রানের।

কার্যত ফয়সালা হয়ে যাওয়া ম্যাচেই উত্তেজনার সঞ্চার করেছিল শেষ ওভার। ৪ রান ডিফেন্ড করতে গিয়ে নর্জে প্ৰথম ৪ বলে মাত্র ২ রান দেন। দ্বিতীয় বলেই ফুল লেংথের বল হাঁকাতে গিয়ে টিম ডেভিড কার্যত ক্যাচ দিয়ে বসেন মুকেশ কুমারকে। তবে তিনি ক্যাচ মিস করে বসেন। শেষ দুই বলে জয়ের জন্য দরকার ছিল ৩ রানের। পঞ্চম বলে রান আউটের সুযোগ হাতছাড়া হয়। ললিত যাদবের থ্রো বোলিং এন্ডে তালুবন্দি করতে পারেননি নর্জে। শেষ বলে প্রয়োজন ছিল ১ রানের। তবে থ্রিলারে অজি ব্যাটসম্যানদের সামনে আর সামলাতে পারেননি। শেষ বলে টিম ডেভিড ব্যাট বদলে দুই রান নিয়ে জয় সম্পন্ন করে যান।

তার আগে মুম্বইয়ের জয়ের রিংটোন সেট করে দেন দুই ওপেনার- ক্যাপ্টেন রোহিত শর্মা (৪৫ বলে ৬৫) এবং ঈশান কিষান (২৬ বলে ৩১)। ওভার পিছু প্রায় দশের কাছাকাছি তুলেছিলেন দুজনে। রান আউট হয়ে ফুলস্টপ পড়ে এই জুটিতে। তিন নম্বরে নেমে তিলক ভার্মা-ও ২৯ বলে ৪১ করে যান। ১৬তম ওভারে মুকেশ কুমার তিলক যাদব এবং সূর্যকুমার যাদবকে পরপর বলে ফিরিয়ে নাটকীয়তা আমদানি করেন। পরের ওভারে আউট জয়ে যান রোহিত শর্মা-ও। এরপরে।আচমকাই রানের গতি কমিয়ে ম্যাচ থেকে হারিয়ে যেতে বসেছিল মুম্বই। শেষমেশ ডেভিড-গ্রিন পার্টনারশিপ শেষ বলে ম্যাচ উদ্ধার করেন।

প্ৰথমে ব্যাট করতে নেমে দিল্লির ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই টানলেন ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার (৪৭ বলে ৫১) এবং সাতে নামা অক্ষর প্যাটেল (২৫ বলে ৫৪)। দুজনেই হাফসেঞ্চুরি করে যান। মাঝে মণীশ পান্ডে ১৮ বলে ২৬ করেন। বাকিরা শোচনীয়ভাবে ব্যর্থ। ৯৮/৫ হয়ে গিয়ে দিল্লি একসময় ধুঁকছিল। সেখান থেকেই অক্ষরের হাফসেঞ্চুরি কোনওরকমে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 dc vs mi match report rohit sharma piyush chawla guides mumbai indians to victory against delhi capitals