scorecardresearch

IPL-এ টানা ৫ ম্যাচ হেরে বিধ্বস্ত সৌরভের দিল্লি! বাংলার মহারাজকে কুরুচিকর খোঁচা এবার শাস্ত্রীর

সৌরভকে নিয়ে অপমানজনক মন্তব্য শাস্ত্রীর

IPL-এ টানা ৫ ম্যাচ হেরে বিধ্বস্ত সৌরভের দিল্লি! বাংলার মহারাজকে কুরুচিকর খোঁচা এবার শাস্ত্রীর

দিল্লি ক্যাপিটালস তারকা খচিত। কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং। সহকারী কোচ শ্যেন ওয়াটসন। পৃথ্বী শ থেকে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, আনরিখ নর্জে, অক্ষর প্যাটেল- কে নেই দিল্লি ক্যাপিটালস-এ। সবার ওপরে ক্রিকেট ডিরেক্টর হিসাবে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মাঠ, মাঠের বাইরে এরকম নক্ষত্রখচিত স্কোয়াড থাকা সত্ত্বেও চলতি সিজনে একেবারে ভরাডুবি হচ্ছে দিল্লি ক্যাপিটালস-এর। টানা পাঁচ ম্যাচ হেরে বসেছে রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজি। কোনওভাবেই বিপর্যয় রোধ করা যাচ্ছে না। শনিবারও আরসিবির মাত্র ১৭৫ রান চেজ করতে পারল না দিল্লি। ১৫১ রানে খতম দিল্লির ইনিংস।

আরও পড়ুন: কোহলির লাল চোখ এবার সৌরভকে! IPL ম্যাচে ফের দুই তারকার সংঘাত প্রকাশ্যে, দেখুন ভিডিও

এমন অবস্থায় রিকি পন্টিংয়ের কোচিংয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, তেমন নজরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকাও। বিপদের সময় সৌরভকে এবার ভয়ানক খোঁচাই দিয়ে বসলেন স্বয়ং রবি শাস্ত্রী। যার সঙ্গে সৌরভের সম্পর্ক আদায় কাঁচকলায়। জাতীয় দলের হেড কোচিং মেয়াদ শেষের পর শাস্ত্রী আপাতত ধারাভাষ্যকারের জগতে ফিরে গিয়েছেন। তিনি কমেন্ট্রি করার সময়ে সৌরভ বা পন্টিংয়ের প্রতি সামান্যতমও করুণা প্রদর্শনে রাজি হলেন না।

আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের শেষের দিকে কোহলিদের জয় যখন কার্যত সুনিশ্চিত, সেই সময়েই শাস্ত্রী ধারাভাষ্য করতে গিয়ে বলে দেন, “যেভাবে অন্য দলগুলো খেলছে, দিল্লির সমস্যা হল, টানা চারটে হার হজম করার পর সেখান থেকে ফিরে আসা সত্যি কঠিন।” শাস্ত্রীর সহ-ধারাভাষ্যকার সাইমন ডুল বলতে থাকেন, “দিল্লি ক্যাপিটালস ডাগ আউটে অনেকে রয়েছেন যাঁরা হারতে একদমই পছন্দ করেন না। রিকি পন্টিং তাঁদের মধ্যে একজন।”

আরও পড়ুন: আইনি ঝামেলায় এবার সৌরভ! সরাসরি কোর্টে মামলা উঠল মহাতারকাদের নামে

ডুলের কথার সূত্র ধরেই শাস্ত্রী বলে যান, “ডেভিড ওয়ার্নার-ও এরকম। ও কিন্তু জিততে চায় সবসময়। হারের থেকেও যেভাবে বিধ্বস্ত হয়ে পরাজিত হতে হচ্ছে, সেই বিষয়টিই আসল। এই নিয়ে টানা পাঁচ ম্যাচ হারতে হল। মনেই হচ্ছে না ওঁরা কোনও ম্যাচ জিততে পারে। ক্লোজ ম্যাচ হারাটা বড় বিষয় নয়। তবে প্রতিপক্ষ পুরো দুমড়ে মুচড়ে জিতলে, সেটা মোটেই ভালো বলার মত বিষয় হয় না।”

আরও পড়ুন: ভালোবাসার মানুষকে কখনই যেতে দেওয়া যায় না! সৌরভকে এখনও ভুলতে পারেননি নাগমা

এরপরেই শাস্ত্রী সৌরভকে সরাসরি খোঁচা দিয়ে বলে দেন, “বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও রয়েছেন। উনি হয়ত ভাবছেন ক্রিকেট প্রশাসনেই ভালো ছিলেন।” শাস্ত্রীর খোঁচায় বাকিরাও হেসে গড়াগড়ি খান।

২০১৯-এ সৌরভ বোর্ড সভাপতি হওয়ার ঠিক আগেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময় অবশ্য ক্রিকেট ডিরেক্টর নয়। মেন্টর ছিলেন পন্টিংয়ের কোচিং স্টাফে।

তারপরেই সৌরভ বোর্ড সভাপতি হন। যে সময় শাস্ত্রী আবার টিম ইন্ডিয়ার হেড স্যার ছিলেন। গত বছর টি২০ ওয়ার্ল্ড কাপের পরেই শাস্ত্রীর সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হয়। সৌরভের বোর্ড শাস্ত্রীর সঙ্গে চুক্তি নবীকরণ-এর পথে হাঁটেনি। সৌরভ প্রিয় বন্ধু রাহুল দ্রাবিড়কে জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য বুঝিয়ে রাজি করান।

আরও পড়ুন: সৌরভের ওপর রাগ এখনও গনগনে! আরসিবি-দিল্লি ম্যাচের পরেই মহারাজকে প্রকাশ্যে অসম্মান কোহলির

শাস্ত্রী-র সঙ্গে সৌরভের সম্পর্ক নিয়ে বছরের পর বছর উত্তাল হয়েছে ভারতীয় ক্রিকেট। যে সময় সৌরভ বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন শচীন, লক্ষ্মণ-এর সঙ্গে। শাস্ত্রীর কোচিংয়ের আবেদন নাকচ করে কুম্বলের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। সেই সময় প্রকাশ্যেই বিষোদগার করেন শাস্ত্রী। সেই জ্বালা যে এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি, শনিবারের ঘটনায় সেটারই ইঙ্গিত মিলল।

ঘটনাচক্রে, দিল্লি-আরসিবি ম্যাচে সৌরভের সঙ্গে স্নায়ুর লড়াই চলল কোহলির-ও। জাতীয় দলের তারকা দিল্লি ডাগ আউটের দিকে রক্তচক্ষু দেখালেন। পাল্টা সৌরভও সৌজন্যমূলক করমর্দনের সময় এড়িয়ে যান। হাত মেলাননি জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 dc vs rcb ravi shastri takes a dig at delhi capitals cricket director sourav ganguly after 5 consecutive losses