scorecardresearch

কোহলির লাল চোখ এবার সৌরভকে! IPL ম্যাচে ফের দুই তারকার সংঘাত প্রকাশ্যে, দেখুন ভিডিও

সৌরভ-কোহলি ঝামেলা মেটার কোনও লক্ষণই নেই

কোহলির লাল চোখ এবার সৌরভকে! IPL ম্যাচে ফের দুই তারকার সংঘাত প্রকাশ্যে, দেখুন ভিডিও

সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলির দ্বৈরথ দেখেছে জাতীয় দল। প্রকাশ্যেই একে অন্যের উদ্দেশে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছিল। দু-বছর পেরিয়ে গেলেও সেই ঘটনার রেশ এখনই যেন ফুরোনোর নয়। এবার আইপিএলের ময়দানে কোহলি বনাম সৌরভ যুদ্ধের সূত্রপাত ঘটল।

শনিবার দুপুরে চিন্নাস্বামীতে খেলা ছিল আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের। আরসিবি দুর্ধর্ষ খেলে ২৩ রানে জয় ছিনিয়ে নিল। তবে আরসিবির সেই জয় ছাপিয়েই শিরোনামে উঠে এল অনভিপ্রেত ঘটনা।

আরও পড়ুন: সৌরভের ওপর রাগ এখনও গনগনে! আরসিবি-দিল্লি ম্যাচের পরেই মহারাজকে প্রকাশ্যে অসম্মান কোহলির

ম্যাচের পরই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ভাইরাল হতে থাকে। তার মধ্যে একটি তো এখন ট্রেন্ডিং। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলিকে দেখা যাচ্ছে ম্যাচ পরবর্তী সময়ে সৌজন্য করমর্দনের সময় হাত না মেলাতে। এই ঘটনার সঙ্গেই দ্বিতীয় আর একটি ভিডিও দেখা যাচ্ছে। যেখানে কোহলিকে দেখা যাচ্ছে দিল্লির ডাগ আউটের দিকে লাল চোখ নিয়ে তাকিয়ে থাকতে। সেই সময় দিল্লির ডাগ আউটে বসেছিলেন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর সৌরভ। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে দিল্লি ক্যাপিটালস ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। সেই ওভারের তৃতীয় বলেই আমান হাকিম খানের ক্যাচ বাউন্ডারি লাইনের ধারে পাকড়ান কোহলি। সেই সময়েই ক্যাচ নিয়ে কোহলি শীতল চাহনি দেন দিল্লি ডাগ আউটে বসে থাকা সৌরভের দিকে।

আরও পড়ুন: আইনি ঝামেলায় এবার সৌরভ! সরাসরি কোর্টে মামলা উঠল মহাতারকাদের নামে

সৌরভ-কোহলি সংঘাত নিয়ে ২০২১ তোলপাড় হয়ে গিয়েছিল। জাতীয় দলে নেতৃত্ব হারিয়েছিলেন কোহলি। তখন বোর্ড সভাপতি হিসেবে আসীন ছিলেন মহারাজ। প্ৰথমে টি২০-র নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন কোহলি। আইপিএল চালু হওয়ার ঠিক আগেই।

বোর্ড সভাপতি হিসেবে সৌরভ বলে দেন, তিনি অনুরোধ করেন কোহলি যেন নেতৃত্ব না ছাড়েন। সৌরভের সেই বিবৃতির পর জ্বলে ওঠেন কোহলি। সরাসরি দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রেস কনফারেন্স-এ সৌরভের বক্তব্য নাকচ করে দেন কোহলি। বলে দেন বোর্ডের তরফে এরকম কোনও অনুরোধ আসেনি।

আরও পড়ুন: ভালোবাসার মানুষকে কখনই যেতে দেওয়া যায় না! সৌরভকে এখনও ভুলতে পারেননি নাগমা

কোহলিকে ওয়ানডের অধিনায়কত্ব থেকেও ছেঁটে ফেলা হয়। বোর্ডের তরফে জানানো হয়, সীমিত ওভারের ফরম্যাটে দুই অধিনায়ক রাখার কোনও যুক্তি নেই।

সেই কাণ্ডের রেশ এখনও যে অতীত নয়। তা ফের বোঝা গেল আইপিএল চলাকালীন। জাতীয় দলে বিতর্কিত ঘটনার পর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। সৌরভ বোর্ড সভাপতি পদে অতীত হয়ে গিয়েছেন। বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেট ডিরেক্টর তিনি। অন্যদিকে, কোহলিও জাতীয় দলের তিন ফরম্যাটের নেতৃত্বের ব্যাটন দিয়ে দিয়েছেন রোহিত শর্মাকে। আইপিএলেও অধিনায়কত্ব পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফাফ দু প্লেসিসের নেতৃত্বে তিনি একজন আরসিবির সাধারণ সদস্য।

সময় পেরিয়ে গেলেও পুরোনো রাগ এখনও গনগনে কোহলির। সৌরভের উপস্থিতিই কি তাতিয়ে দিয়েছিল কোহলিকে। শনিবার কোহলির দুর্ধর্ষ হাফসেঞ্চুরির পিছনেও কি সেই রাগ?

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 dc vs rcb royal challengers bangalores virat kohli death stare at delhi capitals cricket director sourav ganguly video goes viral