সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি দ্বৈরথ থামার কোনও লক্ষ্যই নেই। জাতীয় দলের উত্তাপ এবার ছড়িয়ে পড়ল আইপিএলেও। দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি ম্যাচের পর সৌরভের সঙ্গে সরাসরি করমর্দন করতে অস্বীকার করলেন কোহলি। যে দেখে উত্তাল ক্রিকেট মহল।
জাতীয় দলে নেতৃত্ব হারিয়েছিলেন কোহলি। তখন বোর্ড সভাপতি হিসেবে আসীন ছিলেন মহারাজ। প্ৰথমে টি২০-র নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন কোহলি। আইপিএল চালু হওয়ার ঠিক আগেই।
বোর্ড সভাপতি হিসেবে সৌরভ বলে দেন, তিনি অনুরোধ করেন কোহলি যেন নেতৃত্ব না ছাড়েন। সৌরভের সেই বিবৃতির পর জ্বলে ওঠেন কোহলি। সরাসরি দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রেস কনফারেন্স-এ সৌরভের বক্তব্য নাকচ করে দেন কোহলি। বলে দেন বোর্ডের তরফে এরকম কোনও অনুরোধ আসেনি।
আরও পড়ুন: কোহলির লাল চোখ এবার সৌরভকে! IPL ম্যাচে ফের দুই তারকার সংঘাত প্রকাশ্যে, দেখুন ভিডিও
কোহলিকে ওয়ানডের অধিনায়কত্ব থেকেও ছেঁটে ফেলা হয়। বোর্ডের তরফে জানানো হয়, সীমিত ওভারের ফরম্যাটে দুই অধিনায়ক রাখার কোনও যুক্তি নেই।
আরও পড়ুন: আইনি ঝামেলায় এবার সৌরভ! সরাসরি কোর্টে মামলা উঠল মহাতারকাদের নামে
সেই কাণ্ডের রেশ এখনও যে অতীত নয়। তা ফের বোঝা গেল আইপিএল চলাকালীন। জাতীয় দলে বিতর্কিত ঘটনার পর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। সৌরভ বোর্ড সভাপতি পদে অতীত হয়ে গিয়েছেন। বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেট ডিরেক্টর তিনি। অন্যদিকে, কোহলিও জাতীয় দলের তিন ফরম্যাটের নেতৃত্বের ব্যাটন দিয়ে দিয়েছেন রোহিত শর্মাকে। আইপিএলেও অধিনায়কত্ব পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফাফ দু প্লেসিসের নেতৃত্বে তিনি একজন আরসিবির সাধারণ সদস্য।
তবে পুরোনো রাগ এখনও মনে পুষে রেখে দিয়েছেন সুপারস্টার। শনিবার আরসিবি দিল্লির বিরুদ্ধে দুর্ধর্ষ ২৩ রানে জয় ছিনিয়ে নিয়েছে। সেই ম্যাচের পরেই এক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ম্যাচের পরে কোহলিকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছিল। দিল্লি ক্যাপিটালসের একাধিক ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে থাকতে দেখা যাচ্ছিল সুপারস্টারকে। তবে তিনি সৌরভের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন, এই ঘটনা ক্রিকেট মহলের দৃষ্টি এড়িয়ে যায়নি।
আরও পড়ুন: ভালোবাসার মানুষকে কখনই যেতে দেওয়া যায় না! সৌরভকে এখনও ভুলতে পারেননি নাগমা
যাইহোক, সৌরভ-পন্টিংয়ের দিল্লি পাঁচ ম্যাচে টানা হেরে বিরাট বিপর্যয়ের মুখে। পন্থ ছিটকে যাওয়ার পর দিল্লির নেতা হয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে তিনি দলকে জেতাতে পারছেন না। লিগ তালিকায় একদম শেষ স্থানে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি।