scorecardresearch

গম্ভীর তো মাঠে খেলছিল-ই না! কোহলি-গোতির কেলেঙ্কারি নিয়ে খুল্লামখুল্লা সৌরভের দিল্লির ওয়াটসনও

সৌরভের দলের ওয়াটসন কার পক্ষে দাঁড়ালেন, জানলে অবাক হবেন

গম্ভীর তো মাঠে খেলছিল-ই না! কোহলি-গোতির কেলেঙ্কারি নিয়ে খুল্লামখুল্লা সৌরভের দিল্লির ওয়াটসনও

আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলি বনাম লখনৌ সুপার জায়ান্টস মেন্টর গৌতম গম্ভীর সংঘাত ইস্যুতে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শ্যেন ওয়াটসন। পাশে দাঁড়ালেন কোহলিরই। বলে দিলেন, মাঠে প্রবল প্রতিদ্বন্দিতা ভালো, তবে ম্যাচ শেষ মাঠের দূরত্ব মাঠেই ফেলে রাখা উচিত।

গ্রেড ক্রিকেটার পডকাস্টে অস্ট্রেলিয়ান তারকা বলে দিয়েছেন, “মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আচরণ ভালো। আমি পুরোপুরি এর পক্ষে। কারণ এমন মুহূর্তেই প্রত্যেকে নিজের সেরা ফর্মে পৌঁছয়। এতে নিজেদের সহজাত প্রবৃত্তি আরও ক্ষুরধার হয়।”

এরপরে ওয়াটসন আরও বলেন, “তবে মাঠের ঝামেলা শেষ হলে সেটা ওখানেই ফেলে আসতে হয়। মাঠে নিজেকে বাঁচানোর লড়াই হয়। নিজেকে উজাড় করে দেওয়ার ব্যাপার থাকে। খেলা শেষ হলে সেটা ওখানেই খতম করে দিতে হয়। স্রেফ সেগুলো পিছনে ফেলে এগিয়ে যেতে হয়। কোহলি-গম্ভীরের মধ্যে যা হল তা কেউই মাঠে দেখতে চায় না। গম্ভীর তো খেলেছিল-ই না।”

সোমবার রাতে ফুটবল মাঠের স্টাইলে লখনৌ আরসিবির একাধিক তারকা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উত্তপ্ত বাদানুবাদ, গালাগালি, উত্তেজনা সবই দেখা গিয়েছিল। বিরাট কোহলি, নভিন উল হক, গৌতম গম্ভীর এমনকি মহম্মদ সিরাজ-ও এই ঝামেলার নাটকের কেন্দ্রীয় চরিত্র। এর আগেও মাঠে কোহলি-গম্ভীরের মাঠে জোড়া সংঘর্ষের ঘটনা ঘটেছিল। আর বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো নভিন উল হক আবার লঙ্কান প্রিমিয়ার লিগে গিয়ে মহম্মদ আমের, শাহিদ আফ্রিদির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।

তিনজনকেই বোর্ডের তরফে শাস্তি দেওয়া হয়েছে। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে ম্যাচ ফির একশো শতাংশ জরিমানা করা হয়েছে। নভিন উল হককে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা দিতে হবে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 delhi capitals shane watson opines on virat kohli gautam gambhir scuffle episode during rcb vs lsg clash