Advertisment

ভারতীয় সংস্কৃতিই এখন আপন! IPL-এর মঞ্চে ভুবনেশ্বরকে পা ছুঁয়ে প্রণাম ওয়ার্নারের, দেখুন ভিডিও

পুরোনো ঘরে ফিরেই হৃদয় গলিয়ে দিলেন ওয়ার্নার, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

হায়দরাবাদে টানা সাত বছর খেলেছেন। ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। তবে সানরাইজার্স সংসারে শেষ অতটা মধুর হয়নি। টিম ম্যানেজমেন্টের রোষানলে পড়ে দল ছাড়তে হয়েছিল। পুরোনো সেই ফ্র্যাঞ্চাইজির মাঠে ফিরেই জনতার অভিবাদন পেলেন বর্তমান দিল্লি ক্যাপিটালস নেতা ডেভিড ওয়ার্নার। দিল্লির জার্সিতে হায়দরাবাদের বিপক্ষে খেলার সময়েই ওয়ার্নারকে দেখা গেল সানরাইজার্স সিমার ভুবনেশ্বর কুমারের ওয়া স্পর্শ করতে।

Advertisment

আইপিএলের পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে, ভুবনেশ্বর কুমার এবং ঈশান্ত শর্মা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। হঠাৎ করেই সেই মঞ্চে আবির্ভাব ঘটে ওয়ার্নারের। তাঁকে দেখা যায় ভুবনেশ্বর কুমারের পা স্পর্শ করে তারপর আলিঙ্গন করতে।

২০১৬-য় হায়দরাবাদের নেতা হিসেবে আইপিএল জিতেছিলেন। এখন হায়দরাবাদ জনতার নয়নের মণি তিনি। আর হায়দরাবাদের বিপক্ষে তিনি টসে জেতার পরে জনতার উচ্ছ্বাসের ডেসিবেল পারদ ছুঁয়ে ফেলল।

খারাপ ফর্ম এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কের চক্রব্যূহে ওয়ার্নারের প্রস্থান ঘটেছিল নিজামের শহর থেকে। তবে ওয়ার্নার বারেবারেই স্বীকার করে গিয়েছেন হায়দরাবাদে কাটানো প্রতিটা মুহূর্ত তিনি দারুণ উপভোগ করেছেন।

সেই জন্যই পুরোনো মাঠে ফিরে দর্শকদের পাল্টা ধন্যবাদ জানালেন বিখ্যাত অজি। দর্শকরাও স্রেফ ওয়ার্নারের জন্য দিল্লিকে সমর্থন করে গেল। একজন সমর্থক তো বলেই ফেললেন, "সানরাইজার্স হায়দরাবাদে ওয়ার্নার সবসময়ই একজন কিংবদন্তি হিসাবে গণ্য হবেন।" রাতে পুরোনো দলের বিপক্ষে জিতে যেন ষোলকলা পূর্ণ হল ওয়ার্নারেরও।

Read the full article in ENGLISH

David Warner Sunrisers Hyderabad IPL Delhi Capitals
Advertisment