Advertisment

KKR-এর নামে সরাসরি নালিশ CAB-কে! লাল-হলুদের বিষ্ফোরক চিঠির পক্ষেই সওয়াল মোহনবাগানের

কলকাতা ফুটবলকে অসম্মান করার অভিযোগ কেকেআরের বিরুদ্ধে

author-image
Subhasish Hazra
New Update
NULL

ইস্টবেঙ্গল-মোহনবাগান বনাম কেকেআর যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। ইস্ট-মোহন জার্সি গায়ে সমর্থকদের আটকেছিল কেকেআর। সেই জল এবার গড়িয়ে অনেকদূর। ইস্টবেঙ্গলের তরফে এবার সরাসরি চিঠি লেখা হল বঙ্গ ক্রিকেট সংস্থাকে। বলা হল, বাংলার ক্রিকেট মহলের 'অভিভাবক' হিসাবে সিএবি যেন পুরো ঘটনায় হস্তক্ষেপ করে। প্রত্যেক সমর্থকদের নিজেদের পছন্দের জার্সি গায়ে চাপিয়ে ম্যাচ দেখানোর অধিকার যেন ক্ষুণ্ণ না হয়।

Advertisment

গোটা ঘটনার সূত্রপাত কেকেআর বনাম লখনৌ ম্যাচের আগে। কুশলী চালে এটিকে মোহনবাগান এবং লখনৌ সুপার জায়ান্টসের মালিকপক্ষ জানিয়ে দেয়, ক্রুনাল পান্ডিয়ারা ইডেনে সবুজ-মেরুন জার্সিতে খেলতে নামবে। তারপরেই ম্যাচের আগে মোহনবাগান সমর্থকদের সবুজ মেরুন জার্সিতে ইডেন গার্ডেন্সে ঢুকতে দিতে অস্বীকার করে কেকেআর কর্তৃপক্ষ। জার্সিতে মোহনবাগান লোগোর ওপর টেপ লাগিয়ে মাঠে ঢুকতে হয় সমর্থকদের। একই কাণ্ড ঘটানো হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষেত্রেও।

আরও পড়ুন: ৩ কোটি টাকা ট্রান্সফার ফি'তে সেরা প্রতিভাকে নিলেন ফেরান্দো! ISL-এর তৃতীয় দামি বিদেশিও সবুজ-মেরুনে

সিএবিকে কড়া চিঠি যে পাঠানো হয়েছে ইস্টবেঙ্গলের তরফে তার প্রতিলিপি রয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস-এর কাছে। যেখানে ইস্টবেঙ্গলের সাধারণ সচিব রূপক সাহা বলেছেন, "ফ্র্যাঞ্চাইজিরা হয়ত ইস্টবেঙ্গল, মোহনবাগান কিংবা মহামেডানের মত ক্লাবের ঐতিহ্য সম্পর্কে অবহিত নয়। তবে ময়দানের একজন বর্ষীয়ান হিসাবে, ৬-৭ বছর খেলে ইস্টবেঙ্গলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি, সমর্থকদের আবেগ। ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি সমর্থকদের আবেগ। অনুরোধ করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিরা যেন আগামীদিনে এরকম অগণতান্ত্রিক ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকে।"

আরও পড়ুন: KKR-এর নামে সরাসরি নালিশ CAB-কে! লাল-হলুদের বিষ্ফোরক চিঠির পক্ষেই সওয়াল মোহনবাগানের

ইস্টবেঙ্গল কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার স্বীকার করে নিয়েছেন যে চিঠি পাঠানো হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন, "মনে হচ্ছে ওঁরা শতাব্দীপ্রাচীন ক্লাবের ইতিহাসই জানে না। বিশ্বের কোথাও এরকম ঘটনা ঘটেনি। এখন কি আইপিএলে পোশাকবিধিও চালু হয়ে গেল? আমরা সিএবিকে চিঠি লিখেছি। সমস্যার মূল কারণ জানতে আমরা আগ্রহী। এই সিদ্ধান্তের পিছনে কার হাত রয়েছে? আমার বহু বন্ধু বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছে। অনেকে ওয়ার্ল্ড কাপেও গিয়েছে। ইস্টবেঙ্গল জার্সি পরে ম্যাচ দেখা থেকে কখনই বাধার সম্মুখীন হতে হয়নি।"

আরও পড়ুন: চ্যাম্পিয়ন ক্লাব ছাড়লেন দেশের সেরা উঠতি প্রতিভা, এবার গন্তব্য ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের মত চিঠি লেখার পথে হাঁটেনি মোহনবাগান। তবে বাগান সচিব দেবাশিষ দত্ত জানিয়েছেন, পুরো ঘটনাই অযৌক্তিক এবং অপেশাদার ব্যবহারের পরিচয় বহন করে। তিনি বলেছেন, "কলকাতার ক্রীড়া জগতের ওপর এটা চরম অপমান। আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের আরও সতর্ক হতে হবে। ভারতের অন্যতম ঐতিহ্যবাহী, আইকনিক ক্লাবের সমর্থকদের অশ্রদ্ধার ঘটনার তীব্র নিন্দা করছি আমরা। কে মাঠে কী পরে যাবে, সেটা কেন অন্য কেউ ঠিক করে দেবে?"

আরও পড়ুন: চুক্তি রয়েছে, তবু তারকা বিদেশিকে বাতিল করতে চাইছে ইস্টবেঙ্গল! তুঙ্গে দর কষাকষি

সিএবির তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও এক সূত্র মারফত জানা গিয়েছে সিএবি চিঠি পেয়েছে। কেকেআর যদিও গোটা ঘটনার জন্য মোটেই দায় নিতে রাজি নয়। বরং কেকেআরের তরফে এম্বুশ মার্কেটিংয়ের অভিযোগ আনা হয়েছে।

KKR Eastbengal East Bengal IPL Cricket Association Of Bengal East Bangal East Bengal Club
Advertisment