/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/dhoni-chahar.jpg)
দলকে পঞ্চমবার চ্যাম্পিয়ন করলেন। ফুরফুরে মেজাজে জানিয়ে দিলেন, আগামী সিজনেও থাকছেন তিনি। ফাইনাল জেতার পর দৌড়ে মাঠে নেমে সতীর্থদের সঙ্গে খুল্লামখুল্লা সেলিব্রেশনে মাতলেন মহাতারকা।
এরমধ্যেই মজাদার এক কাণ্ড ঘটল। যা ক্যামেরাবন্দি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিএসকে সিমার দীপক চাহার ধোনির কাছে অটোগ্রাফের আবদার করলেন। তবে চাহারের অনুরোধ পত্রপাঠ খারিজ করে দেন পাঁচবারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন।
ম্যাচে শুভমান গিল যখন তিন রানে ব্যাট করছিলেন। সেই সময়ে চাহার স্কোয়ার লেগে গিলের ক্যাচ ফেলে দেন। ধোনি আনন্দের মুহূর্তেও সম্ভবত সেই কথা চাহারকে স্মরণ করে দিয়েছিলেন। তবে অনুশাসন পর্ব শেষ হতেই ধোনি চাহারের শার্টে সই করে দেন। সোশ্যাল মিডিয়ায় সসি ভিডিও মুহূর্তেই ভাইরাল।
தோனி - கேட்ச்சே புடிக்க மாட்ரான் இந்த லவடா... சைன் வேனும்னு வர்ரான் 😂😂 pic.twitter.com/G44ZFnQ5Oe
— ℳsd Kutty (@its_MsdKutty) May 29, 2023
এর আগে একইভাবে সিএসকে চিপকে লিগ পর্বে শেষ খেলার পর সুনীল গাভাসকারের মত কিংবদন্তি ধোনি মাঠ প্রদক্ষিণ করার সময়ে ধাওয়া করে সই সংগ্রহ করেন। পরে জিও সিনেমায় সেই বিষয়ে বক্তব্য রাখার সময় আবেগীও হয়ে পড়েন।
যাইহোক, ফাইনালে শেষ বলের থ্রিলারে জিতে ধোনির সিএসকে মুম্বইয়ের সবথেকে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির স্পর্শ করল। সোমবার মাঝরাতে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে পাঁচ উইকেট সিএসকে পরাজিত করে গুজরাটকে।
প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট স্কোরবোর্ডে ২১৪/৪ এর পাহাড় তুলেছিল। ভাল শুরুয়াতের পর দুর্ধর্ষ খেলে গুজরাটকে বড় স্কোরে পৌঁছে দেন মিডল অর্ডারের সাই সুদর্শন। হাফডজন ছক্কা হাঁকিয়ে ৪৭ বলে ৯৬ করে যান তিনি।
দীর্ঘক্ষণ বৃষ্টিতে এরপরে খেলা বন্ধ থাকে। ১২ টার পরে পরিমার্জিত টার্গেট চেজ করতে হয় সিএসকে। ১৫ ওভারে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৭১-এ। শেষ দুই বলে প্রয়োজন ছিল ১০ রান। মোহিত শর্মার ওভারের শেষ দুই বলে চার, ছক্কা হাঁকিয়ে জয় সম্পন্ন করে যান রবীন্দ্র জাদেজা।
Read the full article in ENGLISH