একসঙ্গে তিন পুরস্কার শুভমানকে! সৌরভের দিল্লিও পুরস্কৃত, দেখুন কে কী প্রাইজ পেল

আইপিএলে কে কী পুরস্কার পেলেন, দেখে নিন একনজরে

আইপিএলে কে কী পুরস্কার পেলেন, দেখে নিন একনজরে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বৃষ্টির জন্য আইপিএল ফাইনাল গড়াল তিনদিন। সেখানেই শেষ বলে চ্যাম্পিয়ন হয়ে ফের আইপিএল চ্যাম্পিয়ন হল সিএসকে। ওভার কমিয়ে আনায় ১৫ ওভারে সিএসকের সামনে টার্গেট দাঁড়িয়েছিল ১৭১। শেষ দুই বলে চার-ছক্কা হাঁকিয়ে নাটকীয়ভাবে ধোনিদের চ্যাম্পিয়ন করে দেন রবীন্দ্র জাদেজা।

Advertisment

রবিবারের ফাইনাল ম্যাচ পুরোপুরি বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় ম্যাচ ঠিক পরের দিন ২৯ মে রিজার্ভ ডেতে গড়ায়। সেই ম্যাচই শেষ হল মাঝরাতে, যখন ক্যালেন্ডারে ৩০ মে।

গুজরাট ইনিংসে রানের পাহাড় গড়েছিলেন সাই সুদর্শন ৪৭ বলে ৯৬ করে যান তিনি। শুভমান গিল (৩৯), ঋদ্ধিমান সাহা (৫৪) সকলেই দলের রান গড়ার কাজে সহায়তা করেন। আর সিএসকে রান চেজ করার সময়েই ঝেঁপে বৃষ্টি নেমেছিল। শেষমেশ ১২.১০-এ পুনরায় শুরু হয় খেলা। ওভার কমিয়ে দেওয়া হয়। বৃষ্টি বিঘ্নিত ফাইনালে সিএসকের জয়ে দুর্ধর্ষ অবদান রাখেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড এবং ডেভন কনওয়ে। অজিঙ্কা রাহানে, শিবম দুবে, আম্বাতি রায়ডু প্রত্যেকেই ক্যামিও ইনিংসে দলকে জেতাতে সাহায্য করেন। আর জাদেজা শেষ দুই বলে চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করে যান।

Advertisment

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে চ্যাম্পিয়ন CSK! জাদেজার চার-ছক্কায় নাটকীয়ভাবে হৃদয় ভেঙে চুরমার টাইটান্স-এর

IPL 2023 চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস
টুর্নামেন্টের সেরা উঠতি প্রতিভা: যশস্বী জয়সোয়াল
সুপার স্ট্রাইকার অফ দ্যা সিজন: গ্লেন ম্যাক্সওয়েল (১৮৩.৪৯)
গেম চেঞ্জার অফ দ্যা সিজন: শুভমান গিল
টুর্নামেন্টের সেরা ক্যাচ: রশিদ খান
বেগুনি টুপি: মহম্মদ শামি (২৮ উইকেট)
কমলা টুপি: শুভমান গিল (৮৯০ রান)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন: শুভমান গিল
ফেয়ারপ্লে এওয়ার্ড: দিল্লি ক্যাপিটালস

IPL Gujarat Titans Shubman Gill CSK MS DHONI Chennai Super Kings