New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/ms_dhoni.jpg)
ভোররাতে কেন মাঠে একা ঢুকলেন ধোনি, আসল রহস্য জেনে নিন
গত রাতে মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-কে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন হল সিএসকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ শেষ হল রাত দেড়টার সময়। এরপরে পুরস্কার বিতরণী পর্ব সাঙ্গ হতে বেজে গিয়েছিল রাত তিনটে। আর পুরস্কার বিতরণী পর্ব মেটার পর সমস্ত ক্রিকেটাররা হয় হোটেল রুমে নাহয় ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন।
তবে প্রায় ভোররাতেও মাঠে দর্শকরা হাজির ছিলেন। এমন সময়েই দর্শকদের ধন্যবাদ জানাতে মাঠে পুনরায় আসেন ধোনি। ধোনি যখন একলা মাঠে পুনরায় প্রবেশ করেন সেই সময় ঘড়ির কাঁটা বলছে ভোর ৩.৩০।
সোশ্যাল মিডিয়ায় ধোনির ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে ধোনি ম্যাচ খতম হয়ে যাওয়ার পর ভোররাতে মাঠে আবার প্রবেশ করেন। রাত ৩.৩০-এ দেখা যায় ধোনি মাঠ প্রদক্ষিণ করতে করতে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন। আর মাহির কাণ্ড দেখে ঘুম জড়ানো কণ্ঠেই দর্শকরা স্টেডিয়ামে ভরিয়ে তোলেন 'ধোনি-ধোনি' হর্ষধ্বনিতে। সেই সময় গোটা মাঠ কভারে আচ্ছাদিত ছিল।
MS Dhoni thanks peoples & fan at 3:30 am for staying back ! 💛❤️💙 pic.twitter.com/FwhPTgmi2n
— VK (@Motera_Stadium) May 30, 2023
সেই ভিডিওয় দেখা যাচ্ছে ধোনি যখন দর্শকদের ধন্যবাদ জানাচ্ছেন, সেই সময় মাঠে সিএসকের ট্রফিজয়ী দলের কোনও সদস্য হাজির ছিলেন না। কেবলমাত্র একজন ক্যামেরাম্যানকে দেখা যায় ধোনিকে ফলো করছেন। ফাইনালের রাতে সমর্থকদের জন্য ধোনির এই কাণ্ডে কুর্ণিশ করছে ক্রিকেট মহল। ম্যাচের পরে সমর্থকদের কথা ভেবেই ধোনি জানিয়েছেন, এখনই অবসর নয়। এখনও খেলা চালিয়ে যাবেন তিনি।
Deepak chahar celebration on his peak🤌😂🥳🥹
Bhai subh ke 5 baje bhi full on mood mein hein🙌😂#CSKvsGT #IPL2023Final #ChennaiSuperKings #MSDhoni pic.twitter.com/a6Ww34PIpU— Dhruv2.0 (@therealonedhruv) May 30, 2023
ধোনি যখন শেষরাতে সমর্থকদের ধন্যবাদ জানাতে মাঠে, সেই সময় দীপক চাহারকে আবার টিম হোটেলে ভাংড়া নাচতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, হোটেলের রিসেপশনে ঢাক বাজানো হচ্ছে। আর ফ্লোরের ব্যালকনির দাঁড়িয়ে থাকার সময়েই ভাংড়া নাচ শুরু করে দেন সিএসকে পেসার। সেই সময় চাহারের সঙ্গে তাঁর স্ত্রী-ও ছিলেন।
Read the full article in HINDI