IPL 2023, Prize Money: আইপিএলের ষোলতম সংস্করণ শেষ হল সোমবার রাত দেড় টায়। টেকনিক্যালি ধরলে মঙ্গলবার। দুই মাস ধরে দশ দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিসমাপ্তি ঘটল মাঝরাতে। শেষমেশ আরও একবার চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। জয়ী এবং রানার্স দল তো পুরস্কারের আতিশয্যে ভেসে গেল। সেই সঙ্গে বাকি দলের ক্রিকেটারদের ভাগ্যেও বরাদ্দ যথেষ্ট পরিমাণ অর্থ। প্লে অফে পৌঁছলেই জুটবে অর্থ। এমনটা আগেই জানিয়েছিল বিসিসিআই।
অতীতের আইপিএল সংস্করণের সঙ্গে এবারের আইপিএলের পুরস্কার মূল্যের আসমান-জমিন ফারাক। ২০০৮ সালে আইপিএলের প্ৰথম সংস্করণে জয়ী দল রাজস্থান রয়্যালসকে দেওয়া হয়েছিল ৪.৮ কোটি টাকা। এখন চ্যাম্পিয়ন দলকে পুরস্কার বাবদ দেওয়া হয় ২০ কোটি টাকা। যা অতীতের সংস্করণের প্রায় সাড়ে চার গুন। যে কোনও টি২০ লিগে পুরস্কার মূল্যের বিচারে এটাই সর্বোচ্চ।
আইপিএলের চ্যাম্পিয়ন সিএসকে এবং রানার্স গুজরাট টাইটান্স তো বটেই প্লে অফের বাকি দুই দলকেও এবার পুরস্কার দেওয়া হল। তৃতীয় স্থানে ফিনিশ করা মুম্বই ইন্ডিয়ান্স পেল ৭ কোটি টাকা। আর চার নম্বরে থাকা লখনৌ সুপার জায়ান্টস পেল ৬.৫ কোটি টাকা।
আইপিএল জয়ী: চেন্নাই সুপার কিংস (২০ কোটি টাকা)
আইপিএল রানার্স: গুজরাট টাইটান্স (১২.৫ কোটি)
আইপিএলের তৃতীয়: মুম্বই ইন্ডিয়ান্স (৭ কোটি টাকা)
আইপিএলের চতুর্থ: লখনৌ সুপার জায়ান্টস (৬.৫ কোটি টাকা)
অরেঞ্জ এবং পার্পল ক্যাপ:
পয়েন্ট টেবিলে তুল্যমূল্য লড়াইয়ের সঙ্গেই গোটা সিজন ধরেই বেগুনি এবং কমলা টুপির জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলল একাধিক তারকার মধ্যে। শুধু অরেঞ্জ এবং পার্পল ক্যাপ নয়, বিশেষ ক্ষেত্রে একাধিক পুরস্কার-ও দেওয়া হল-
IPL 2023 চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস- ২০ কোটি টাকা
টুর্নামেন্টের সেরা উঠতি প্রতিভা: যশস্বী জয়সোয়াল- ১০ লক্ষ টাকা
সুপার স্ট্রাইকার অফ দ্যা সিজন: গ্লেন ম্যাক্সওয়েল (১৮৩.৪৯)- ১০ লক্ষ টাকা
গেম চেঞ্জার অফ দ্যা সিজন: শুভমান গিল- ১০ লক্ষ টাকা
টুর্নামেন্টের সেরা ক্যাচ: রশিদ খান- ১০ লক্ষ টাকা
বেগুনি টুপি: মহম্মদ শামি (২৮ উইকেট)- ১০ লক্ষ টাকা
কমলা টুপি: শুভমান গিল (৮৯০ রান)- ১০ লক্ষ টাকা
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন: শুভমান গিল- ১০ লক্ষ টাকা
ফেয়ারপ্লে এওয়ার্ড: দিল্লি ক্যাপিটালস- ১০ লক্ষ টাকা
সর্বাধিক বাউন্ডারি: শুভমান গিল- ১০ লক্ষ টাকা
সর্বাধিক ওভার বাউন্ডারি: ফাফ ডু প্লেসিস- ১০ লক্ষ টাকা
দীর্ঘতম ছক্কা: ফাফ ডু প্লেসিস- ১০ লক্ষ টাকা
সেরা পিচ, সেরা স্টেডিয়াম: ওয়াংখেড়ে এবং ইডেন গার্ডেন্স- ৫০ লক্ষ টাকা
Read the full article in HINDI