নির্ঝঞ্ঝাট ভাবেই শেষ হয়েছে আইপিএল। কোনও বিতর্কের অবকাশ ছাড়াই। টানটান থ্রিলারের চিত্রনাট্যের স্ক্রিপ্ট মেনে শেষ বলে জয় হাসিল করেছেন জাদেজা-ধোনিরা। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে কোনও বিতর্কের প্রভাব পড়েনি।
তবে এর মধ্যেই দাউদাউ বিতর্ক আমদানি করে গেলেন বোর্ড সচিব জয় শাহ। আইপিএল ফাইনালের জন্য দু-দিন ধরে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চাঁদের হাট বসেছিল। ক্রীড়া, বলি জগতের হুজ হুরা উপস্থিত ছিলেন মোতেরার সদ্য নির্মিত চোখ ধাঁধানো স্টেডিয়ামে। এরমধ্যেই হাত দিয়ে অশালীন ইঙ্গিত করে বসেছিলেন জয় শাহ। তা ক্যামেরার নজর এড়ায়নি।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে ইতিমধ্যেই। বলে দেওয়া হচ্ছে, এক গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে কেন এরকম করলেন তিনি? ম্যাচ শেষে হওয়ার কিছুক্ষণ আগেই ক্যামেরা ফোকাস করেছিল জয় শাহের দিকে। সেই সময়েই সকলকে বিস্মিত করে হাত দিয়ে মৈথুনের ইঙ্গিত করতে থাকেন কোনও একজনের উদ্দেশ্যে। তারপরেই উঠল সমালোচনার ঝড়।
এমনিতে তিনি বোর্ড সচিব। সেইসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টও বটে। আইপিএল ফাইনাল দেখতে ভারতীয় বোর্ডের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্যদের। যেখানে আসন্ন এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সীমারেখা নির্ধারণ করার বিষয় ছিল। এছাড়াও বোর্ডের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বরেণ্য ক্রিকেটাররাও হাজির ছিলেন। টানটান ম্যাচে সকলেরই দৃষ্টি নিবন্ধ ছিল বাইশ গজের দিকে।
এমন অবস্থাতেই অশালীন কান্ড ঘটিয়ে শিরোনামে। যা নিয়ে নেটিজেনরা কার্যত ধিক্কার জানাচ্ছেন জয় শাহকে। শুধু নিজের হাত-ভঙ্গির জন্যও নয়, মোদি স্টেডিয়ামের নিষ্কাশন ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে। জয় শাহ গুজরাট ক্রিকেট বোর্ডের উচ্চপদে আসীন থাকার সময়েই নিজের উদ্যোগে বিশ্বের বৃহত্তম এই স্টেডিয়াম তৈরি করার দায়িত্ব নেন। সেই কাজে তিনি সফল। তবে সর্ববৃহৎ স্টেডিয়ামের জল নিষ্কাশন ব্যবস্থা কেন মান্ধাতা আমলের, তা আইপিএল ফাইনালের পর প্ৰশ্ন উঠে গিয়েছে।
প্ৰথম দিন প্রবল বৃষ্টিতে খেলা পুরোপুরি ভেস্তে যায়। রিজার্ভ ডেতে চেন্নাইয়ের রান চেজ করার সময়ে প্ৰথম ওভারেই বৃষ্টি শুরু হয়। এরপর খেলা শুরু হয় সেই রাত ১২.১০-এ। ঘটনা হল, বৃষ্টি অনেক আগেই থেমে গেলেও প্র্যাকটিস পিচের কাছে থকথকে কাদার সমাহার ছিল। যা শুকনো করতে কালঘাম ছুটে যায় মাঠকর্মীদের। এতেই অনেকটা সময় নষ্ট হয়। দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারে ম্যাচ কমিয়ে আনলেও তা শেষ হয় রাত দেড় টায়। আর পুরো ঘটনায় বেআব্রু হয়ে গিয়েছে মোদি স্টেডিয়ামের অব্যবস্থা।
সবমিলিয়ে, জোড়া চাপে আপাতত বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় শাহ।