Advertisment

এরকম ঝামেলা হওয়া ক্রিকেটের জন্য ভালো! কোহলি-গম্ভীরের ঝগড়ায় ফোড়ন কাটালেন সোয়ান

কোহলি-গম্ভীরের ঝামেলায় মুখ খুললেন ইংরেজ সুপারস্টার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মাঠে লড়াই না থাকলে খেলা রসকষহীন হয়ে পড়বে। কোহলি-গম্ভীরের কুৎসিত লড়াইয়ের পরে এমনটাই মন্তব্য করলেন এবার ইংল্যান্ডের প্রাক্তন তারকা গ্রেম সোয়ান। বলছেন, বিরাট-গম্ভীরের মধ্যে যে লড়াই হয়েছে আসেজের সংঘাতের কাছে তো কিছুই নয়। মে মাসের ১ তারিখে লখনৌ সুপার জায়ান্টস বনাম আরসিবি ম্যাচ চলাকালীনই সংঘাতে জড়ান গম্ভীর-কোহলি।

Advertisment

কোহলি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কাইল মায়ের্স এবং নভিন উল হকের সঙ্গেও। ভুল কারণে সংবাদের শিরোনামে উঠে আসে সেই ম্যাচ। জিও সিনেমায় ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করা গ্রেম সোয়ান সেই ম্যাচের প্রেক্ষিতে জানাচ্ছেন, "সত্যি কথা হল, কোনও খেলাই সংঘাত ছাড়া হয়নি। গোটা কেরিয়ার জুড়েই আসেজে খেলেছি। এই ঘটনা তো আসেজের কাছে কিছুই নয়।"

বিতর্কিত সেই ঘটনার পর গম্ভীর এবং কোহলিট ম্যাচ ফির একশো শতাংশ জরিমানা হয়। নভিন উল হককে পঞ্চাশ শতাংশ জরিমানা দিতে হয়। অতি আগ্রাসী হয়ে ভুল কিছু করেননি কোহলি। মনে করছেন ইংরেজ স্পিনার। "ক্রিকেটারদের এমন পরিস্থিতিতে ফেলা উচিত হবে না, যেখানে তাঁরা নিজেদের আগ্রাসী মনোভাব মাঠের বাইরে ফেলে নামে। বিরাট কোহলি এখন বিরাট কোহলি হয়েছে এর অন্যতম কারণ-ই ও খেলার প্রতি ভীষণ প্যাশনেট। ও যখন খেলে বাকিদের দাবিয়ে রাখতে চায়। গায়ের সঙ্গে সবসময় লেগে থাকে।"

"অনেকেই বলছেন, ও মাত্রা ছাড়িয়েছে। দুজনেই ক্রিকেট ব্যক্তিত্ব-ই এরকম। একই সঙ্গে খেলে দুজনে বেড়ে উঠেছে। গৌতম কখনই বিরাটের কাছে পিছু হঠবে না। যদি গোটা ঘটনা মাঠের বাইরেও চলে যায় এবং গালাগালি করা হয়ে থাকে, সেটা অবশ্যই ভুল। যতক্ষণ খেলার শেষে করমর্দন পর্ব থাকবে এবং খেলার ভাবমূর্তি বজায় রাখবে, ততক্ষণ আমার অন্তত আপত্তি নেই।"

Read the full article in ENGLISH

Virat Kohli Gautam Gambhir IPL
Advertisment