কেশরিয়া তেরা… বলিউডি নাচা-গানার মধ্য দিয়েই আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। অরিজিৎ সিং গান গাইলেন। মন খুলে। তাতে তামাম দেশের দিল খুশ। মন্দিরা বেদী সঞ্চালনায় ফিরলেন। আর তামান্না ভাটিয়া, রশ্মিকা মান্ধানার গ্ল্যামার ছুঁইয়ে পড়ল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
গত বছর ধরেই বিশ্ব সিনেমায় ঝড় তুলে দিয়েছে নাটু নাটু গান। অস্কারজয়ী সেই গান এবার আছড়ে পড়ল আইপিএলের সূচনাতেও।
আর গ্ল্যামারের ঝড় তুলে দিলেন রশ্মিকা মান্ধানা, তামান্না ভাটিয়া। দুজনেই লাস্যের মোড়কে সেরার সেরা রাত উপহার দিয়ে গেলেন দর্শকদের।
গোটা স্টেডিয়ামে তিল ধারণের জায়গা নেই। এমন অবস্থায় আইপিএলের সূচনা হল মন্দিরা বেদির ওপেনিং স্পিচ দিয়ে। মঞ্চে থাকল দশ দলের আইপিএল লোগো। সেই মঞ্চেই সুরের মূর্ছনায় ভাসিয়ে দিয়েছিলেন অরিজিৎ।
টানা তিন বছর করোনার অত্যাচারে আইপিএলের জৌলুস কমিয়ে ফেলা হয়েছিল। এবার অবশ্য পুরোনো জাঁকজমক নিয়েই প্রত্যাবর্তন করল আইপিএল। চার বছর পর আইপিএল দেখল জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী ম্যাচেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ধোনির সিএসকে এবং হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। বলিউডি গ্ল্যামারের ঝলক শেষ হতেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণ ঘটল ধোনি-হার্দিক পান্ডিয়ার। দুই দলের দুই ক্যাপ্টেন আইপিএলের সূচনা করলেন রথে করে এসে।
লেজার শোর ঝলকানি, ড্রোন- সবমিলিয়ে আলোর ফোয়ারা ছুটল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।