/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/dhoni-arijit.jpg)
নক্ষত্রের রাত নেমে এসেছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বলিউডি গ্ল্যামার আর ক্রিকেটের ককটেলে দর্শকদের কাছে স্মরণীয় রাত উপহার দিল আইপিএল। আর সেই রাতেই সেরার সেরা সম্মান পেয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি।
সুরের মূর্ছনায় গোটা দেশ ভাসিয়ে দিলেন বাংলার অরিজিৎ। তারপরেই তিনি অভাবনীয় কাণ্ড করে বসলেন। সরাসরি 'গুরু' সকলের সামনে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। একজন সাধারণ ক্রিকেট প্রেমী যেভাবে ধোনির পায়ে নিজেকে সঁপে দিতেন, ঠিক সেই ভঙ্গিতেই ধোনির মুহূর্ত স্পেশ্যাল করে দিলেন অরিজিৎ সিং।
Arijit Singh touched MS Dhoni's feet during IPL 2023 opening ceremony. pic.twitter.com/8DeX3mRb9N
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 31, 2023
Arijit Singh paid his respects to the Indian legend MS Dhoni..
#IPL2023OpeningCeremony#bhojpuri#JioCinema#MSDhoni#ipl2023 Arijit Singh #dream11pic.twitter.com/UXzHqoQdxE— Sanjeevchandel (@Sanjivchandel0) March 31, 2023
আকাশছোঁয়া খ্যাতিও বদলে দেয়নি অরিজিৎকে। মাটির মানুষ রয়ে গিয়েছেন। বহরমপুরে কয়েকদিন আগেই পুত্রকে স্কুলে দিতে গিয়েছিলেন আম পাবলিকের মত। সেই ছবি নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। যাঁর গলায় গোটা দেশ কুর্ণিশ জানায়, তিনি এতটাই সাধারণ মনে করেন নিজেকে। জিয়াগঞ্জে নিজের বাড়িতে গেলে পুরোনো বন্ধুদের সঙ্গে নিয়ম করে এখনও আড্ডা দেন
আরও পড়ুন: কাজে এল না ধোনির মগজাস্ত্র! গিলের ব্যাটে, রশিদের মস্তানিতে চেন্নাই বধ গুজরাটের
খ্যাতি বদলে দেয়নি কিছুই। আহমেদাবাদে স্বপ্নের রাত আরও একবার প্রমাণ করল। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে অরিজিৎ সিং, রশ্মিকা মান্ধানা, তামান্না ভাটিয়ারা হাজির ছিলেন মঞ্চে। স্প্যেশ্যাল কার্টে করে হাজির হয়েছিলেন দুই দলের দুই অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনি।
Yesterday Highlight
ARIJIT SINGH × MS DHONI #IPLonJioCinema#ArijitSingh#MSDhonipic.twitter.com/CfloE64eTJ— 🎗️𝙀𝙡 𝙍𝙤𝙮 ᴀꜱ ʟᴏᴠᴇʀ🎗️ (@EL_Roy_AS) April 1, 2023
আর ধোনিকে সামনে থেকে দেখে একদম নিজেকে সামলাতে পারেননি অরিজিৎ। সটান পায়ে হাত দিয়ে পেন্নাম ঠুকে দেন দেশের একনম্বর গায়ক। ধোনি প্রাথমিকভাবে অপ্রস্তুত হয়ে পড়েন। তবে তাতেও থামানো যায়নি অরিজিৎকে। সেলেব্রিটিও ধোনির ফ্যান। সেই ঘটনাই আবার দেখিয়ে দিল আইপিএলের উদ্বোধনী রাত। নিজে সেলেব হয়েও অন্য কিংবদন্তির পা ছুঁয়ে প্রকাশ্যে সম্মান জানাতে কুণ্ঠাবোধ করলেন না।
শুধু অরিজিৎ সিং-ই নন, মহেন্দ্র সিং ধোনির নাম ঘোষণা পর একলাখি দর্শক সমবেতভাবে যেভাবে চিৎকার করে উথলেন, সেটাও বা ভোলা সম্ভব কীভাবে! ধোনি বিরল সম্মান পাওয়ার আগে আইপিএলের উদ্বোধন মাতিয়ে দিয়েছিলেন তামান্না ভাটিয়া, রশ্মিকা মান্ধানা। অরিজিৎ সিংয়ের গলায় শোনা গেল রাজি সিনেমার 'আয়ে ওয়াতন', ৮৩ সিনেমার 'লেহরা দো', ব্রম্মাস্ত্র সিনেমার 'কেশরিয়া'। তামান্না, রশ্মিকারা শরীরী হিল্লোলে মাতিয়ে দিলেন মঞ্চ। রশ্মিকা পুস্পা সিনেমার 'শিভল্লী', আরআরআর থেকে 'নাটু নাটু'-র ছন্দে কোমর দুলিয়ে গেলেন।