scorecardresearch

ধোনিদের হারিয়েই বিরাট দুঃসংবাদ শুনলেন হার্দিক! IPL শেষ গুজরাটের তারকা বিদেশির

বিরাট দুঃসংবাদে ছারখার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স

ধোনিদের হারিয়েই বিরাট দুঃসংবাদ শুনলেন হার্দিক! IPL শেষ গুজরাটের তারকা বিদেশির

প্ৰথম ম্যাচের পরেই আইপিএল হয়ত খতম হয়ে গেল গুজরাট টাইটান্স তারকা কেন উইলিয়ামসনের। সিএসকে ইনিংস চলাকালীন বাউন্ডারি বাঁচাতে গিয়ে বিশ্রীভাবে পড়ে যান কিউই তারকা। শুক্রবার প্ৰথম ম্যাচে ১৩তম ওভারে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। এখনও চোটের অবস্থা বিশদ জানা যায়নি। তবে ছোটখাটো যে চোট যে নয়, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে উদ্বোধনী ম্যাচেই।

গুজরাট টাইটান্স-এর হয়ে প্ৰথম ম্যাচে খেলতে নেমেছিলেন ব্ল্যাক ক্যাপসদের জাতীয় দলের ক্যাপ্টেন। রুতুরাজ গায়কোয়াডের ছয় আটকানোর চেষ্টা করেছিলেন। হাতের তালু দিয়ে নিশ্চিত ছক্কা আটকেও দেন। তবে সেই বল মাঠে বাউন্স খেয়ে পুনরায় বাউন্ডারি লাইন পেরিয়ে যায়। সেই সময় লাফ দিয়ে মাটিতে পড়ার সময় খারাপভাবে মাটিতে ল্যান্ড করেন উইলিয়ামসন। মাটিতে পড়েই হাঁটু ধরে যন্ত্রণায় আছড়াতে থাকেন তিনি।

মাঠেই সাময়িক পরিচর্যার পর মাঠ ছাড়েন তিনি। পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নামেন সুদর্শন। পরে ব্যাটিংয়ের সময় সুদর্শন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে ক্রিজে নামেন।

ম্যাচের পর টাইটান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া জানিয়ে দিয়েছেন, চোট কতটা সিরিয়াস তিনি জানেন না। “হাঁটুতে চোট লেগেছে এটা নিশ্চিত। তবে চোটের পরিমাপ কতটা, ফিট হতে কত সময় লাগবে, সেই সম্পর্কে আমার কোনও ধারণা নেই। একটু আগেই ওঁকে মেসেজ করেছিলাম। ওঁকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকদের কাছ থেকেই আমরা জানতে পারব কতটা খারাপ কন্ডিশন।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 gt vs csk gujarat titans kane williamson ruled out following nasty leg injury