Advertisment

চ্যাম্পিয়ন না হলেও ইতিহাসে উঠবেন ধোনি, মহা-যুদ্ধের আগের রেকর্ডের সিংহাসনে মাহি

বিরল নজিরের সামনে ধোনি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আর মাত্র একটা জয়। দশমবার আইপিএলে ফাইনালে ওঠার কীর্তি অর্জন করেছেন তিনি। আর গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেই ধোনি আইপিএলে সর্বাধিক ট্রফি জয়ের সংখ্যায় ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মাকে। যিনি মুম্বইয়ের জার্সিতে পাঁচবার আইপিএল জিতেছেন।

Advertisment

চলতি সিজনে গুজরাট টাইটান্স এবং সিএসকে দুই দলই অপ্রতিরোধ্য ছন্দে খেলে গিয়েছেন গোটা টুর্নামেন্টে। ফর্মের নিরিখে দুই দলই তুখোড় ফর্মে রয়েছে। তবে গুজরাটের কাছে হেরে গেলেও আক্ষেপ থাকবে না ধোনির। ইতিহাসে পৌঁছে যাবেন তিনি।

কীভাবে ইতিহাস গড়বেন ধোনি:

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্ৰথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২৫০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করবেন ধোনি। এখনও পর্যন্ত ২৪৯ ম্যাচ খেলেছেন ধোনি। সবথেকে বেশি ম্যাচ খেলার তালিকায় তিনিই প্ৰথম। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। যিনি ২৪৩ ম্যাচ খেলেছেন আইপিএলে। তৃতীয় স্থানে থাকা দিনেশ কার্তিক খেলেছেন ২৪২টি ম্যাচ।

আইপিএল ২০২৩-এ ধোনির পারফরম্যান্স:

তুখোড় নেতৃত্বের জেরে ধোনি সিএসকেকে ফাইনালে তুলেছেন। গত সিজনে নতুন দল নিয়ে রবীন্দ্র জাদেজা সিএসকের ক্যাপ্টেন হয়ে ব্যর্থ হয়েছিলেন। তারপরে মরশুমের মাঝপথেই সরিয়ে দেওয়া হয় জাদেজাকে। পুনরায় নেতার আর্মব্যান্ড পরেন মাহি। গত সিজনে ভরাডুবি সামলে এবার চেন্নাই সুপার কিংস আবার ফাইনালে।

ব্যাট হাতে ধোনি লোয়ার অর্ডারে নেমে ১৫ ম্যাচে ১১ ইনিংসে ১০৪ রান করেছেন। স্ট্রাইক রেট ১৮৫.৭১। সেরা স্কোর ৩২ নট আউট। সবমিলিয়ে চলতি সিজনে ৩টে বাউন্ডারি এবং ১০টা ছক্কা হাঁকিয়েছেন। উইকেটের পিছনে ৬টা ক্যাচ এবং দুটো স্ট্যাম্পিং করেছেন।

আইপিএলে ধোনির পারফরম্যান্স:

২৪৯ ম্যাচে ধোনি আইপিএলে ৫০৮২ রান করেছেন। মাহির নামের পাশে ২৪ হাফসেঞ্চুরি থাকলেও এখনও সেঞ্চুরি করতে পারেননি তিনি। ব্যক্তিগতভাবে ধোনির সেরা স্কোর ৮৪ নটআউট। হাঁকিয়েছেন ৩৪৯টি বাউন্ডারি এবং ২৩৯ ছক্কা। উইকেটকিপার হিসাবে ধোনি ১৪১ ক্যাচ সহ ৪১টি স্ট্যাম্পিং করেছেন।

IPL Gujarat Titans CSK MS DHONI Chennai Super Kings
Advertisment