scorecardresearch

সময় নিয়ে ‘প্রতারণা’ ধোনির, জয়ের জন্য শেষমেশ এই ছলনা অবলম্বন করতে হল মাহিকে, বিতর্ক তুঙ্গে

গুজরাট ম্যাচে মাহির ট্যাকটিক্স সামনে আসতেই বিতর্ক তুঙ্গে

সময় নিয়ে ‘প্রতারণা’ ধোনির, জয়ের জন্য শেষমেশ এই ছলনা অবলম্বন করতে হল মাহিকে, বিতর্ক তুঙ্গে

কোয়ালিফায়ারের প্ৰথম ম্যাচে ধোনি নিজের অভিজ্ঞতার পূর্ণ ব্যবহার করলেন। শেষমেশ ধোনির অভিজ্ঞতাই ম্যাচে ফারাক গড়ে দিল। ক্রিকেটবিশ্ব ধোনির স্ট্র্যাটেজি দেখে এখনও হ্যাংওভার কাটাতে পারছে না।

তবে আইপিএলে আরও বিতর্ক দানা বাঁধল এই ঘটনায়। সমালোচকরা বলছেন, ধোনি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন পর্যায়ে ম্যাচের গতি মন্থর করে দিলেন যাতে নিজের সেরা অস্ত্রকে ব্যবহার করতে পারেন। মঙ্গলবার যে অস্ত্রে ধোনি কুপোকাত করলেন গুজরাটকে তা ম্যাচের পরে খোলসা হল।

কী করেছিলেন তিনি? মাথিসা পাথিরানা যাতে বল করতে পারেন সেইজন্য ইচ্ছাকৃতভাবে চার মিনিট ম্যাচের টেম্পো স্লো করে দিলেন তিনি। মাথিসা পাথিরানা মাঠের বাইরে গিয়েছিলেন চার মিনিটের জন্য। নিয়ম অনুযায়ী, যতক্ষণ কোনও বোলার মাঠের বাইরে কাটাবেন, বল হাতে নেওয়ার আগে ততক্ষণই ফিল্ডিং করতে হবে। পাথিরানা ফিল্ডিং করতে নামার সময়েই ধোনিকে বিষয়টি স্মরণ করে দেন আম্পায়ার। তারপরেই ধোনিকে দেখা গেল বিভিন্ন উপায়ে ম্যাচের গতি মন্থর করে দিতে।

ধোনি ইচ্ছা করে সময় কাটানোর জন্য আম্পায়ারের সঙ্গে চ্যাট করলেন। খেলা বন্ধ রাখলেন। যাতে ১৬তম ওভারে পাথিরানা বোলিং করতে পারেন।

এই ঘটনা নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগ টুইটারে লিখলেন, “ধোনি নিজের উপস্থিতির পূর্ণ সদ্ব্যবহার করে গেল। আম্পায়ারের সঙ্গে চার মিনিট কথা চালিয়ে গেলেন। যাতে চার মিনিট সময় কেটে যায় এবং পাথিরানা আবার বল করতে পারেন মাঠের বাইরে সময় কাটানোর পর। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বদলে যেভাবে আম্পায়াররা বিষয়টি হেসে উড়িয়ে দিলেন, তা মোটেই ভাল ইঙ্গিত নয়।”

গাভাসকার-ও এই ঘটনায় কমেন্ট্রি করার সময় বলেছেন, “আম্পায়ারের সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে। এমনকি তা হাই-প্রেশার ম্যাচে আম্পায়াররাও কখনও সখনও ভুল করলেও।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 gt vs csk ms dhoni used his tactics slowed down the game for matheesha pathirana